সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রবধূর মানসিক অত্যাচারের জেরেই আত্মহত্যা করল গোটা পরিবার৷ ছেলের বউয়ের ক্রমাগত বেড়ে চলা হুমকি, পণ নেওয়ার অভিযোগে মিথ্যে ফাঁসিয়ে দেওয়ার ভয় এবং তার সঙ্গে একটি বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থার মদতই নাকি রীতিমতো অস্থির করে তুলেছিল সরকার পরিবারের সদস্যদের৷ নয়ডার বাড়িতে পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে কয়েকদিনের জন্য রাঁচি চলে আসেন ডা. সুকান্ত সরকার এবং তাঁর পরিবার৷ ছেলের বউয়ের হাত থেকে বাঁচার কোনও উপায় ছিল না তাঁদের কাছে৷ আর তাই বাধ্য হয়েই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তাঁরা৷ গত ৯ অক্টোবর রাঁচির একটি ফ্ল্যাট থেকে ডা. সুকান্ত সরকারের পরিবারের পাঁচ সদস্যর মৃতদেহ উদ্ধার হয়৷ আহত অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসক সুকান্ত সরকারকেও৷
পুলিশের জেরায় তিনি জানান, পুত্রবধূর ব্যবহারের জেরেই তিনি এবং তাঁর পরিবার ঠিক করেছিলেন আত্মহত্যা করবেন৷ আর সেই জন্যই বাড়ির বাকি সদস্যরা অতিরিক্ত পরিমানে ঘুমের ওষুধ খেয়ে নেন৷ ঠিক ছিল শেষ মুহূর্তে চিকিৎসক ধারালো অস্ত্র দিয়ে নিজেকে শেষ করে ফেলবেন৷ কিন্তু সেই কাজে সফল হননি তিনি৷ ধারালো অস্ত্র দিয়ে নিজেকে বেশ কয়েকবার আঘাত করলেও, শেষ মুহূর্তে প্রাণে বেঁচে যান তিনি৷
পুলিশের তরফে জানানো হয়েছে, সরকার পরিবারের পাঁচ সদস্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে আদৌ চিকিৎসক সত্যি কথা বলছেন কিনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.