সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হজযাত্রীরা এবছর তাঁদের হাতে জাতীয় পতাকার তিনটি রঙ দিয়ে তৈরি এক বিশেষ ধরনের জপ মালা বা তসবিহ বহন করবেন৷ সৌদি আরবের মক্কায় যাত্রার সময় ভারতীয় মুসলিমদের পরিচয় জানাবে এই বিশেষ তসবিহ৷
ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া(আইএফআই) হজযাত্রীদের জন্য এরকম প্রায় ১০ হাজার তসবিহ প্রস্তুত করেছেন৷ আপাতত পূর্ব উত্তরপ্রদেশ ও লখনউয়ের হজযাত্রীরা এই তসবিহ পরবেন৷ আইএফআই প্রেসিডেন্ট এস এম খুরশিদ জানিয়েছেন, এ দেশের মুসলিমরা যখন হজে যাবেন, তখন সসম্মানে এ দেশের প্রতীক বহন করবেন৷ ওই তসবিহতে সাতটি করে কাঁচের টুকরো থাকবে যেগুলি সংগঠনের সাত সদস্যের পরিচয় বহন করবে৷ আগস্টের ১৮ তারিখ থেকে সেপ্টেম্বরের তিন তারিখের মধ্যে হজের উদ্দেশ্যে রওনা দেবেন পূর্ব উত্তরপ্রদেশের ১৮টি জেলার প্রায় ৩৯০০ যাত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.