Advertisement
Advertisement

Breaking News

মমতার নয়া উদ্যোগ, পাইপ লাইনে রান্নার গ্যাস

ঝিমিয়ে পড়া 'গ্রেটার ক্যালকাটা গ্যাস কর্পোরেশন'-কে ঢেলে সাজানো হবে।

Govt will provide gas connection through pipe line.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 7:18 pm
  • Updated:June 24, 2022 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘স্টেপ আউট’ করে খেলবেন, সে কথা ফের একবার বুঝিয়ে দিলেন মঙ্গলবার৷ মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার পাইপ লাইনের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস। পরিকাঠামো নির্মাণের কাজ শেষ হবে আগামী দু’বছরের মধ্যে৷ প্রথম দফায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও বর্ধমানে এই নয়া পরিষেবা চালু হবে৷

এর আগে ‘সুফল বাংলা’র মতো নিত্যপ্রয়োজনীয় পরিষেবা চালু, নিয়ম মেনে গাড়ি চালানো, কড়া হাতে সিন্ডিকেট-রাজ দমন করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এবার পাইপ লাইনের মাধ্যমে গৃহস্থ বাড়িতে তথা কলকারখানায় গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার নয়া উদ্যোগ নিলেন মমতা। নয়া এই পরিষেবার নাম ‘সিটি গ্যাস’৷ শহর ও সংলগ্ন শহরতলির বাড়িতে বাড়িতে, কারখানায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়া হবে। ফলে সিলিন্ডারের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান হবে বলেই মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, রাজধানী দিল্লি বা পড়শি বাংলাদেশে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার পরিষেবা ইতিমধ্যেই চালু রয়েছে৷ এর জন্য বাড়িতে একটি নির্দিষ্ট যন্ত্র বসানো হয়, যেখানে গৃহস্থের দৈনিক বা মাসিক গ্যাস চাহিদা মাপা হয়৷

Advertisement

আজ নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নয়া পরিষেবা চালু করতে ঝিমিয়ে পড়া ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস কর্পোরেশন’-কে ঢেলে সাজানো হবে। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া (গেইল), এইচ এনার্জি, আইএনজি-র মতো একাধিক সংস্থা এই পরিষেবা চালু করায় আগ্রহ দেখিয়েছে। পাইপ লাইন মারফত গ্যাস এনে কলকাতায় তা সরবরাহ করাটা অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছে গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন। কিন্তু কয়েক দশক পরেও কর্পোরেশনের কাজ সীমাবদ্ধ রয়েছে উত্তর ও মধ্য কলকাতার কিছু এলাকা এবং ছোট ব্যবসার ক্ষেত্রে। এবার ঝিমিয়ে পড়া ওই সংস্থাকে চাঙ্গা করে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement