Advertisement
Advertisement

পাবলিক টয়লেটে সমানাধিকার পাবেন তৃতীয় লিঙ্গের মানুষ, জানাল কেন্দ্র

এবার থেকে ইচ্ছে অনুযায়ী, নারী কিংবা পুরুষদের জন্য নির্দিষ্ট স্থানে যেতে পারবেন এই বিশেষ শ্রেণির মানুষরা৷

Govt order allows third genders to choose toilets of their choice at public places  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 6, 2017 9:17 am
  • Updated:December 17, 2019 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমান অধিকার৷ কথাটা বলা যতটা সহজ৷ কাজে করে ওঠা ততটা নয়৷ বিশেষ করে তা যদি তৃতীয় লিঙ্গদের প্রসঙ্গ হয়৷ এখনও পর্যন্ত খানিক বাঁকা চোখেই যাঁদের দেখে থাকে সমাজ৷ সমাজকে পাল্টাতে গেলে সবার আগে পাল্টাতে হয় মানুষের দৃষ্টিভঙ্গী৷ তাই করতে শুরু করল কেন্দ্রীয় পানীয় জল ও নিকাশি মন্ত্রক৷ জারি করা হল নয়া বিজ্ঞপ্তি৷ যাতে বলা হয়েছে এবার থেকে পাবলিক টয়লেটে নিজেদের ইচ্ছে অনুযায়ী নারী কিংবা পুরুষদের জন্য নির্দিষ্ট স্থানে যেতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষ৷

[বিদেশে লটারি জিতে কোটিপতি প্রবাসী ভারতীয় ডাক্তার]

Advertisement

জন্ম থেকেই নিজেদের অস্তিত্ব সংকটে ভোগে তৃতীয় লিঙ্গের মানুষরা৷ কারও মধ্যে নারীত্ব বোধ প্রবল, কারও মধ্যে পুরুষত্ব৷ কিন্তু প্রকৃতির ডাক তাঁদেরও যেকোনও সময় যেকোনও স্থানে আসতে পারে৷ কাছেপিঠে পাবলিক টয়লেট থাকলেও গিয়ে উঠতে পারেন না বিশেষ এই মানুষগুলি৷ কোথাও অযথা কটূক্তি শুনতে হয়, কোথাও তো ঢুকতেই দেওয়া হয় না৷ সমাজের এই অস্পৃশ্যতাকেই ভাঙতে চায় সরকার৷ সেই কারণেই এই নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

[প্রতীক্ষা শেষ, আগামী সপ্তাহে গঙ্গায় ঢুকবে মেট্রোর বোরিং মেশিন]

বিশ্বের বিভিন্ন স্থানে নিরপেক্ষ শৌচালয়ের জনপ্রিয়তা বাড়ছে৷ বাড়ছে কম টয়লেটের ভাবনা চিন্তাও৷ কিন্তু ভারতে এমন উদাহরণ একেবারেই কম৷ ২০১৪ সালে তৃতীয় লিঙ্গে মানুষদের স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তারপর ২০১৬ সালের আগস্ট মাসে কর্নাটকের মাইসুরুতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পাবলিক টয়লেট তৈরি করা হয়৷ আর এখনও পর্যন্ত মাইসুরুই একমাত্র শহর যেখানে এমন ব্যবস্থা করা হয়েছে৷ এই এপ্রিলেই মাদ্রাজ হাই কোর্ট তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছিল যেখানে তৃতীয় লিঙ্গের মানুষদের বেশি বসবাস, সেখানে তাঁদের জন্য পাবলিক টয়লেট তৈরি করা হোক৷

[পাকিস্তান চাইলেও কাশ্মীর ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপ চায় না ভারত]

কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ তবে তাঁদের মতে, আসল পরিবর্তন তখনই আসবে যখন সাধারণ মানুষের চিন্তাধারা বদলাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement