Advertisement
Advertisement

রেজাল্টের আগেই ইন্টারনেটে মার্কশিট! বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

উপাচার্য ছুটিতে থাকাকালীন কী করে হল ফল প্রকাশ? উঠছে প্রশ্ন।

Gour Banga University: Marksheets published online before result declaration
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 10, 2018 9:36 am
  • Updated:September 13, 2019 12:14 pm  

বাবুল হক,  মালদহ:  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মাঝেমধ্যেই ওঠে। কিন্তু তা বলে রেজাল্ট ফাঁস। শুধু তাই নয়, রেজাল্ট বেরনোর আগেই মার্কশিটও পাওয়া যাচ্ছে অনলাইনে। এমনই অবাক কাণ্ডের কেন্দ্রবিন্দুতে ফের সেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।

এক বেঞ্চে পাঁচ জন বসা থেকে শুরু করে গণহারে ফেল, কিংবা দুর্নীতি। একাধিক বিতর্ক পিছু ছাড়ছে না গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের। এবার বিশ্ববিদ্যালয়ের অধীন বি-এডের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষার ফল প্রকাশের আগেই মার্কশিট ফাঁসের অভিযোগ উঠেছে। সমস্ত পরীক্ষার্থীর মার্কশিটের পিডিএফ ফাইল ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ। এ নিয়ে শোরগোল পড়ে যেতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে বসে ‘ফল প্রকাশিত হয়ে গিয়েছে’। একইসঙ্গে পড়ুয়াদের হাতে মার্কশিট চলে যাওয়ার ঘটনা মানতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

[ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি আনাগোনায় রাশ টানবে ‘নজরদারি ড্রোন’]

এই প্রসঙ্গে  শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক শ্যামাপদ মণ্ডল বলেন, “বৃহস্পতিবার বি এড-এর সেকেন্ড সেমেস্টারের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার্থীরা মার্কশিট পেয়ে গিয়েছে,  এমন অভিযোগ আমার কাছে আসেনি। মার্কশিট বেরিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। বিশ্ববিদ্যালয়ের সাধারণ পরীক্ষার ক্ষেত্রে ফল প্রকাশ করার আগে এগজামিনেশন কমিটির বৈঠক ডাকতে হয়। বি এড-এর সেকেন্ড সেমেস্টারের জন্য কখনও বৈঠক ডাকার নজির নেই। নিয়ম মেনেই ফল প্রকাশ করা হয়েছে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোরগোল পড়ে যায়। অধ্যাপকদেরও একাংশের বক্তব্য,  ফল প্রকাশ নিয়ে আগাম কোনও ঘোষণা ছিল না। এগজামিনেশন কমিটির বৈঠকও ডাকা হয়নি। উপাচার্য ছুটিতে রয়েছেন। তিনি এগজামিনেশন কমিটির চেয়ারম্যান। ফলে উপাচার্যের অনুমোদন ছাড়াই কীভাবে হঠাৎ করে পরীক্ষার ফল প্রকাশ করা হল?  এরমধ্যে আবার পরীক্ষার্থীদের অনেকেই মার্কশিটের নম্বরও পেয়ে গিয়েছেন!

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক শ্যামাপদ মণ্ডল বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ পরীক্ষার ক্ষেত্রে ফল প্রকাশ করার আগে এগজামিনেশন কমিটির বৈঠক ডাকতে হয়। বি এড-এর সেকেন্ড সেমেস্টারের জন্য কখনও বৈঠক ডাকার নজির নেই। নিয়ম মেনেই ফল প্রকাশ করা হয়েছে।”

[রাজ্যসভা নির্বাচনে একলা চলো নীতি বামেদের, প্রার্থী রবীন দেব]

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন বলেন, “আমি ছুটিতে রয়েছি। কিছু বলতে পারব না।”

বিশ্ববিদ্যালয়ের দাবিমতো ফলপ্রকাশ হলেও শুধুমাত্র রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। মার্কশিটের মোট নম্বর বা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে পরীক্ষার্থীরা, তা জানার কথা নয়। অথচ সেটাই হয়েছে বলে দাবি একাধিক পড়ুয়ার। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক মহলের একাংশের দাবি, সম্প্রতি নতুন একটি সংস্থাকে রেজাল্ট তৈরির বরাত দিয়েছে পরীক্ষা নিয়ামক বিভাগ। সেই সংস্থাই ‘ভুল’ করে রেজাল্টের সঙ্গে মার্কশিটও আপলোড করে দিয়ে থাকতে পারে। পরে অনেক রাতে ওয়েবসাইট থেকে মার্কশিট তুলে নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement