Advertisement
Advertisement

বিনামূল্যে প্রসূতিদের স্বাস্থ্য পরীক্ষা, ঘোষণা মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে প্রসূতিরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে৷ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷ ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’ প্রকল্পের আওতায় এবার এ সুযোগ পেতে চলেছেন হবু মায়েরা৷আরও পড়ুন:বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে প্রেমিকাকে ‘খুন’, গ্রেপ্তার প্রেমিকট্যাব কেলেঙ্কারির নেপথ্যে জামতাড়া গ্যাং? আগে থেকেই ঘুঁটি সাজিয়ে সরকারি টাকা […]

Free check-up will be given in govt health centres to pregnant women, announces Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 12:35 pm
  • Updated:July 31, 2016 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে প্রসূতিরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে৷ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷ ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’ প্রকল্পের আওতায় এবার এ সুযোগ পেতে চলেছেন হবু মায়েরা৷

এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে একাধিক বিষয়ে বার্তা দেন মোদি৷ রিও ওলিম্পিক থেকে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধাজ্ঞাপন, প্রযুক্তির জয়যাত্রা থেকে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ-এরকম নানা বিষয় ছুঁয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী৷ তবে এদিন তাঁর কথার সিংহভাগ জুড়ে ছিল জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে নেওয়া সরকারি স্বাস্থ্য পরিষেবার কথা৷ গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সরকারি পরিকল্পনার কথা এদিন তুলে ধরেন তিনি৷ জানান, গত এক দশকে প্রসূতি মৃত্যুহার অনেকটাই কমেছে৷ তবে তা পুরোপুরি সাফল্য পায়নি৷ অনেক হবু মা সন্তানের জন্ম দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷ এই পরিস্থিতি বদলাতেই সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রতি মাসে বিনামূল্যে প্রসূতিদের স্বাস্থ্য পরীক্ষার কথা ঘোষণা করেন তিনি৷

Advertisement

বিগত কয়েকটি ‘মন কি বাত’ জুড়েই জল সংরক্ষণের কথা বলে চলেছিলেন৷ বর্ষা আসায় তা সম্ভব হবে এ কথা মনে করিয়ে দিয়েই বর্ষায় অসুখবিসুখ সম্পর্কে জনগণকে সাবধান করে দিতেও ভুললেন না প্রধানমন্ত্রী৷ অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স সম্পূর্ণ করার উপর এদিন বারবার জোর দেন তিনি৷

এদিন প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকেও স্মরণ করেন মোদি৷ জানান, তাঁর কথা বললেই দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ছবিটিই সামনে আসে৷ দেশ যে আগামীতে প্রযুক্তিতেই এগোবে এ কথা জানিয়ে, প্রযুক্তির উন্নয়নে আশা প্রকাশ করেন তিনি৷

এদিন রাখিবন্ধন উৎসবকেও নয়া মাত্রা দিলেন তিনি৷ সকল ভাইদের প্রতি তাঁর আহ্বান, তাঁরা যেন বোনকে এই পবিত্র দিনে ইন্সিওরেন্স উপহার দেন৷

সামনেই স্বাধীনতা দিবসের উদযাপন৷ সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী৷ তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী যাঁর জন্ম স্বাধীনতার পর৷ আগত স্বাধীনতা দিবসে দেশবাসীকে বার্তা দেওয়ার ক্ষেত্রেও দেশবাসীকেই সঙ্গে ডেকে নিলেন প্রধানমন্ত্রী৷ জানালেন, প্রত্যেকেই যেন তাঁকে এ বিষয়ে নিজেদের ভাবনা জানান৷ তিনি যে জনগণের প্রধানমন্ত্রী, নিজের কাজে-কথায় তাই-ই যেন প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement