Advertisement
Advertisement

বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হল বাউলদের আখড়া

ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন স্থানীয় বাউলদের।

Fire at bangladesh baul akhra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 7:37 pm
  • Updated:October 13, 2016 7:40 pm

সুকুমার সরকার, ঢাকা: এবার ফরিদপুর সদর উপজেলায় বাউলদের ওপর হামলা চালানো হল। বাউল সাধু সঙ্গ আখড়া পুড়িয়ে দেওয়া সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাউলরা। প্রায় পঞ্চাশ জন বাউল এই মানববন্ধনে অংশ নেন।

বুধবার রাতে পরানপুর গ্রামে ‘আরশী নগরের পড়শী বাড়ি’ নামে বাউলদের আখড়ায় আগুন লাগিয়ে দেওয়া হয়। বাউল সুভাষ বিশ্বাস জানান, আগুনে পাঠকাঠির তৈরি আখড়াবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক পাগলা বাবলু বলেন, বাউলের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দুঃখজনক। তিনি সরকারের কাছে এই ঘটনার  বিচার চেয়েছেন।

Advertisement

বাউল নিজাম সাই বলেন, “আমরা সাধু মানুষ। সাধু সঙ্গ করে জীবন কাটাই। আমার তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন বাউলদের উপরে এই হামলা।” তিনি আরও বলেন, “১৬ অক্টোবর থেকে কুষ্টিয়া লালন আখড়ায় সারাদেশে বাউলদের মিলন মেলা শুরু হবে। আমরা সবাই সেই মেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।” তার আগে এমন একটি ঘটনা হতাশ বাউল সম্প্রদায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement