Advertisement
Advertisement

উৎসবের মেজাজেও কড়া নিরাপত্তার মোড়কে রাজ্য

বীরভূমের লাভপুরে জঙ্গী সন্দেহে মুসাকে গ্রেফতার করার পর আর কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য প্রশাসন৷

Festive week security has tightened in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 8:57 am
  • Updated:July 6, 2016 2:57 pm  

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে জঙ্গি হানার পর ঈদ ও রথযাত্রা উপলক্ষে সব জেলা প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন৷ কলকাতা ছাড়াও শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোলের মতো বড় শহরে নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে৷ আরও বেশি করে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হচ্ছে৷

বীরভূমের লাভপুরে জঙ্গী সন্দেহে মুসাকে গ্রেফতার করার পর আর কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য প্রশাসন৷ স্বরাষ্ট্র দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গ্রামের মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ তৈরি করে সমাজবিরোধী ও অপরিচিত মানুষ সম্পর্কে আরও তথ্য সংগ্রহের কাজ শুরু করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ এমনকী বড় শহরের হোটেল, রেস্তোরাঁতে আচমকা পরিদর্শন চালানো হচ্ছে৷ পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে৷

Advertisement

উপকূলবর্তী থানাগুলিকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ যেসব জায়গায় এতদিন তেমন নজরদারি চালানো যায়নি সেখানেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে সীমান্ত এলাকায় নতুন রাস্তা তৈরি বা পুরনো সড়ক মেরামতের জন্য জেলাশাসকদের বিশেষভাবে নির্দেশ দিল রাজ্য প্রশাসন৷ মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন৷ সীমান্তবর্তী জেলাগুলিতে রাস্তা তৈরি ছাড়াও বাস স্ট্যান্ড, রাস্তায় আলোর ব্যবস্থা ও স্কুল তৈরির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র৷ বস্তুত, কেন্দ্রের টাকায় রাজ্যের তদারকিতে সীমান্ত এলাকায় আরও উন্নয়নমূলক প্রকল্প তৈরির জন্য তালিকা জমা দিতে বলা হয়েছে নবান্নের তরফে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement