Advertisement
Advertisement

Breaking News

দূষণ রোধে নয়া চমক, পাট দিয়েই প্রতিমা গড়ছেন উদ্যোক্তারা

পরিবেশ বান্ধব মণ্ডপ ফরাক্কায়।

Farakka : Goddess Durga made by jute is attraction of this Puja

ছবিতে পাটের তৈরি দুর্গা।

Published by: Shammi Ara Huda
  • Posted:October 10, 2018 9:16 pm
  • Updated:October 10, 2018 9:26 pm  

শাহজাদ হোসেনফরাক্কা:  প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে এবার নজর কাড়ছে পাটের দুর্গা প্রতিমা। ধুলিয়ান পুরসভার সাত নম্বর ওয়ার্ডের সিংহ পাড়া ভগিনী নিবেদিতা নারী কল্যাণ সমিতির উদ্যোগেই পাটে সেজে উঠছে উমা। মহালয়ার পূণ্যলগ্নে দেবীর চক্ষুদান করা হয় প্রথা মেনে। এ বছর এই পুজো ন’বছরে পদার্পণ করল। ধুলিয়ানে  মহিলা পরিচালিত এই পুজোকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। শুধু পাটের তৈরি দুর্গা প্রতিমা নয়,  পরিবেশ সচেতনতার বার্তা দিতে পাটকাঠি ও পাট দিয়ে গড়ে তোলা হচ্ছে মণ্ডপ। এই অভিনব প্রতিমাটি গড়েছেন মৃৎশিল্পী বিশ্বজিৎ সিংহ। প্রতিমার উচ্চতা পৌনে সাত ফুট। এর জন্য প্রায় সত্তর কেজি পাট ব্যবহার করা হয়েছে। সময় লেগেছে প্রায় দু’মাস।

দীর্ঘদিন ধরে প্রতিমা গড়ার সঙ্গে যুক্ত বিশ্বজিৎ সিংহ। নতুন একটা কিছু করার ভাবনা ছিল তাঁর। শতবর্ষ প্রাচীন ধুলিয়ান পুরসভার বড় সমস্যা প্লাস্টিক দূষণ। একদিকে পুজোর বাজেট কম। তার উপর মহিলা পরিচালিত সর্বজনীন পুজো কমিটি। অল্প বাজেটে ভাল কিছু করার চিন্তা ভাবনা শুরু করে উদ্যোক্তারা। আলোচনায় ওঠে  প্লাস্টিক দূষণের প্রসঙ্গ। দূষণ রোধে সামাজিক বার্তা দিতে হারিয়ে যাওয়া পাট শিল্পকেই হাতিয়ার করার পরিকল্পনা নেওয়া হয়। প্রতিমা তৈরির দায়িত্ব নেন মৃৎশিল্পী বিশ্বজিৎ সিংহ। তিনি জানান,  পাট উৎপাদনে রাজ্য প্রথম সারিতে। মুর্শিদাবাদে পাট ভাল উৎপন্ন হয়।

Advertisement

[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]

এদিকে পাটের প্রতিমা গড়ার কাজ শুরু হতেই বিপত্তি। এবছর জেলায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাটে পচন নিয়ে সমস্যায় পড়েন চাষিরা। অধিকাংশ পাটের গুণগত মান অত্যন্ত খারাপ। বেশিরভাগই কালো পাট। অন্যদিকে প্রতিমা গড়ার জন্য চাই সাদা ধবধবে পাট। সেই পাট সংগ্রহ করতে নাভিশ্বাস ওঠে। এ প্রসঙ্গে সিংহ পাড়া ভগিনী নিবেদিতা নারী কল্যাণ সমিতির সম্পাদিকা তৃপ্তি সিংহ জানান,  প্লাস্টিক দূষণ আজকের সমাজে ভয়াবহ সমস্যা। সেই সমস্যা থেকে পরিবেশকে বাঁচাতে বিকল্প অস্ত্র পাটজাত দ্রব্য। ফলে মানুষ চাইলেই ফিরবে হারিয়ে যাওয়া পাট শিল্পের হৃত গৌরব। সেই ভাবনাই তুলে ধরা হয়েছে প্রতিমা ও মণ্ডপ সজ্জায়।

[স্বপ্নাদেশ মেলেনি, দেড় দশক ধরে এই বনেদি বাড়িতে বন্ধ পুজো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement