Advertisement
Advertisement

Breaking News

অশরীরীর রহস্যভেদকারীর রহস্যমৃত্যু

স্ত্রীর কথায়, বেশ কয়েকদিন ধরেই গৌরব বলছিলেন তাঁর আশেপাশে কোনও আধিভৌতিক শক্তি ঘোরাফেরা করছে৷

Famous paranormal investigator Gaurav Tiwari found dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 1:58 pm
  • Updated:July 11, 2016 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশরীরীদের রহস্যভেদ করাই ছিল তাঁর নেশা৷ অথচ সেই রহস্যের আবর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতের অন্যতম প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি৷

পেশায় কমার্শিয়াল পাইলট হলেও বরাবরই আধিভৌতিক রহস্য ভেদের নেশা ছিল গৌরবের৷ এর জন্য ২০০৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি৷ ৩২ বছরের জীবনে প্রায় ৬০০০ ভৌতিক স্থান দর্শন করেছিলেন৷ কিন্তু, শেষরক্ষা হল না৷

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিকই ছিলেন গৌরব৷ সকাল এগারোটা নাগাদ বাথরুমে যান তিনি৷ আচমকা কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়৷ জোর করে বাথরুমের দরজা খুলে দেখা যায়, মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গৌরব৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷

জানুয়ারি মাসেই বিয়ে হয়েছিল গৌরবের৷ স্ত্রীর কথায়, বেশ কয়েকদিন ধরেই গৌরব বলছিলেন তাঁর আশেপাশে কোনও আধিভৌতিক শক্তি ঘোরাফেরা করছে৷ চাইছে তাঁকে নিয়ন্ত্রণ করতে৷ তিনি আপ্রাণ চেষ্টা করছেন তা আটকাতে৷ কিন্তু, অতিরিক্ত কাজের ফলে গৌরবের মাথায় এই সব চিন্তা আসছে বলে মনে করে বিষয়টি গভীরভাবে নেননি তিনি৷

ময়নাতদন্তে জানা গিয়েছে, শ্বাসরোধ হওয়ার ফলে গৌরবের মৃত্যু হয়েছে৷ তাঁর গলায় কালশিটের দাগও নাকি দেখা গিয়েছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement