Advertisement
Advertisement

২০১৬-য় সবার নজর কেড়েছিল যা কিছু

২০১৬ সাক্ষী ছিল নজরকাড়া ব্যক্তিত্ব এবং নজরকাড়া ঘটনার৷

Eye catching personalities of 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2016 3:26 pm
  • Updated:December 31, 2016 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬ সালে এমন অনেক ঘটনাই ঘটেছে যা আম আদমির নজর কেড়েছে৷ এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যা নিয়ে বিস্তর আলাপ-আলোচনা চলেছে৷ এমন ঘটনা ঘটেছে যা নিয়ে দেশ যেন দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে৷ কেউ যখন পক্ষ নিচ্ছেন নির্দিষ্ট সিদ্ধান্তের ঠিক তখনই আবার সিদ্ধান্তের বিরোধিতা করে সোচ্চার হয়েছেন অন্য এক দল৷ মোটের উপর ২০১৬ ছিল নজরকাড়া ব্যক্তিত্ব এবং নজরকাড়া ঘটনার৷

সংসদে দেবের ভাষণ: তিনি অভিনেতা সাংসদ৷ বাংলা সিনেমায় তাঁর সংলাপ বলার ধরন নিয়ে নাক সিঁটকান বহু মানুষ৷ তাঁর অভিনয় থেকে শুরু করে তাঁর রাজনৈতিক বিচক্ষণতা – সব নিয়েই প্রশ্ন তোলা হয় ক্রমাগত৷ কিন্তু এই সবকিছুকেই উপেক্ষা করে নিজের রাজনৈতিক পদক্ষেপকে সুদৃঢ় করলেন অভিনেতা দেব তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী৷ সংসদের বাদল অধিবেশনে প্রথমবার নিজের মাতৃভাষা বাংলায় বক্তৃতা দিয়ে নজর কেড়েছিলেন তিনি৷ ঘাটালের উন্নয়নের জন্য কথা বলেছিলেন৷ বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা৷ আর সংসদে দেবের এই বাংলার বক্তব্য রাখাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক৷ কেউ যখন বক্তব্যকে সমর্থন করেছিলেন তখন কেউ আবার সংসদ ভবনে তাঁর এই বাংলায় বক্তব্য রাখার বিরোধিতা করেছিলেন৷ সে যাই হোক, সংসদে দেবের ভাষণ ২০১৬ সালে নজর কেড়েছিল চলতি বছরে৷

Advertisement

top-10-best-dev-movies

আরএসএস পোশাকবিধি: সেই ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ সেই সময় থেকে পোশাকবিধি এবং অন্যান্য নিয়মের বিশেষ পরিবর্তন আনেনি সংঘ পরিবার৷ সাদা শার্ট এবং খাকি হাফপ্যান্ট৷ এই পোশাকেই দেশ সেবা করে এসেছেন তাঁরা৷ এহেন পোশাকবিধির জন্য তাঁদের কপালে জুটেছে ‘চাড্ডি’ তকমাও৷ কিন্তু এবার এই সবকিছুকে ঝেড়ে ফেলে, পোশাকবিধি পাল্টে ফেলল আরএসএস৷ হাফ খাকি প্যান্টের বদলে এল ফুলপ্যান্ট৷ আর সংঘ পরিবারের এই ঐতিহাসিক সিদ্ধান্তই চলতি বছরে নজর কেড়েছে গোটা দেশের৷

rssnewuniform-12-1476256529

বোল্টের বাহাদুরি: চলতি বছরের অলিম্পিকে থান্ডার বোল্টের সেই অবাক করা ভাইরাল ছবির কথা তো সকলেরই মনে আছে৷ ‘আসলাম, দেখলাম এবং জয় করলাম’ – ঠিক এই ভঙ্গিতেই অলিম্পিকের তিনটি ইভেন্টেই সোনা জিতেছিলেন বিশ্বের দ্রুততম অ্যাথলিট উসেইন বোল্ট৷ আর তাঁর এই চ্যাম্পিয়নসুলভ অভিব্যক্তিই ২০১৬ সালে নজর কেড়েছিল সকলের৷

usain-bolt
মায়ের নামে জার্সি: নারীশক্তির জয়গান করল ভারতীয় ক্রিকেট দল৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাংবাদিকদেরই প্রশ্ন করলেন এতদিন পর্যন্ত বাবার নাম ব্যবহারে যখন কোনও প্রশ্ন ওঠেনি, তখন জার্সিতে মায়ের নাম লেখা হলে তা নিয়ে প্রশ্ন উঠবে কেন? গোটা ক্রিকেট দল মায়ের পরিচয়ে পরিচিত হয়েছিল চলতি বছরেই৷ মাহিকে যেমন দেখা গিয়েছিল জানকির ছেলে হিসাবে তেমনই বাইশ গজে বিরাটের পরিচয় ছিল সরোজের পুত্র৷ আর এই অভিনব প্রচেষ্টাতেই মাতৃশক্তিকে কুর্নিশ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট দল৷

name-on-jerseys1
শঙ্খ ঘোষ: বহু বছর পর আবার জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোনও বাঙালি কবি৷ তিনি আর কেউ নন কবি শঙ্খ ঘোষ৷ বাংলা তথা ভারতের সাহিত্যক্ষেত্রে তাঁর অসামান্য অবদানেই জন্য তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে৷ বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদান অবর্ণনীয়৷ ২০১৬ সালে কবির এই সম্মানপ্রাপ্তি কেবল নজরই কাড়েনি মানুষের, মন ভড়িয়েছে সাহিত্যপ্রেমীদের৷

shankha-ghosh_647_122316073749
‘প্রতিদিন’ ঐতিহাসিক পরিবর্তন: গোটা পৃথিবীজুড়ে সাংবাদিকতা নিয়ে নানা ধরণের নতুন নতুন ভাবনাচিন্তা চলছে৷ বাংলা সংবাদমাধ্যমগুলিতে এ ছক ভাঙার নিদর্শন কম৷ কিন্তু ২০১৬ সালে নিজেদের পথচলায় সেই চেনা ছকের বাইরে বেরিয়ে এসেছে দৈনিক সংবাদপত্র ‘সংবাদ প্রতিদিন’ ৷ বছরের দুই আনন্দের দিনে সংবাদপত্রের চেনা ছক ভেঙে নিয়ে এসেছে পরিবর্তন৷ দোলযাত্রা এবং বড়দিনের উৎসবে সংবাদপত্রের নাম বদলে রাখা হয়েছিল যথাক্রমে ‘আজ রংদিন’ এবং ‘আজ বড়দিন’ ৷ আর এমন পরিবর্তনই হয়ে গিয়েছিল চলতি বছরের ‘নজরকাড়া’ মাইলস্টোন৷

1918859_920074031446937_2101710278527032049_n
কাস্ত্রোর দেশে ওবামা: মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিউবার কূটনৈতিক সম্পর্ক কোনওকালেই আলোচনার মতো ছিল না৷ একদিকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন যুক্তরাষ্ট্র অন্যদিকে কাস্ত্রোর বৈপ্লবিক কিউবা৷ দু’দেশের মধ্যে বরাবরই সম্পর্ক ছিল চোখ রাঙানোর৷ কিন্তু সেই চেনা যুদ্ধ-যুদ্ধ ছককেই পাল্টে দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ১৯৫৯ সালে কাস্ত্রোর বিপ্লবী যুদ্ধের পর প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট কিউবার মাটিতে পা রেখেছিলেন৷ কিউবার মানুষের সঙ্গে কথা বলা, তাঁদের মতো করে জীবনযাপন করাই ছিল প্রেসিডেন্টের উদ্দেশ্য৷ ২০১৬ সালে ওবামার দূরত্ব ভাঙার এই সাহসী পদক্ষেপ নজর কেড়েছিল সকলের৷

obamache

মেসির অবসর: কোপায় জাতীয় দল আর্জেন্টিনাকে ট্রফি দিতে না পেরে রীতিমতো ভেঙে পরেছিলেন লিও মেসি৷ চোখের জলে ছেড়েছিলেন মাঠ৷ সিদ্ধান্ত নিয়েছিলেন খেলা ছেড়ে দেওয়ার৷ আর মেসির এই সিদ্ধান্তেই রীতিমতো ঝড় উঠে গিয়েছিল গোটা পৃথিবীতে৷ একদিকে চোখের জল ফেলেছিলেন লিওর ভক্তরা আর অন্যদিকে এমন অদ্ভুত সিদ্ধান্তের জন্য তৈরি হচ্ছিল বিতর্ক৷ কিন্তু সিংহ জঙ্গল ছেড়ে চলে যেতে পারে কি? আর তাই ফুটবলের ময়দানে প্রত্যাবর্তন হল তাঁর৷ নতুন হেয়ারস্টাইলে আর নতুন উদ্যমে ভর করে ফিরলেন তিনি৷ বছরভর মেসির এই ম্যাজিক গোটা বিশ্বের নজর তাঁর উপর টিকিয়ে রেখেছে৷

Argentina's Lionel Messi attends a friendly soccer match with Honduras in San Juan, Argentina, Friday, May 27, 2016. (AP Photo/Nicolas Aguilera)

ট্যালগো ম্যাজিক: বুলেটের পর এ বার ভারতে এল ট্যালগো৷ পরীক্ষামূলকভাবে এই ট্রেনের চলাচল শুরু হয়ে গেলেও সাধারণ মানুষের নাগালে পৌঁছতে এখনও বেশ কিছুটা সময় এখনও বাকি৷ কিন্তু ট্রেনের নয়া ফিচার নিয়ে মানুষের উৎসাহের এতটুকু কমতি নেই৷ চলতি বছরে গোটা দেশের মানুষের নজর ছিল এই ট্যালগো ট্রেনের প্রতি৷

talgo-train-759

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement