Advertisement
Advertisement

‘ফেক এনকাউন্টার’ রুখতে নয়া বিধান সুপ্রিম কোর্টের

পুলিশ বা সেনার অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েনের ক্ষমতায় লাগাম টানতেই নেওয়া হল নতুন পদক্ষেপ৷

excessive-force-cant-be-used-by-army-or-police-even-in-afspa-areas-rules-supreme-court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 1:48 pm
  • Updated:July 8, 2016 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেক এনকাউন্টার রুখতে এবার সক্রিয় হল সুপ্রিম কোর্ট৷ পুলিশ বা সেনার অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েনের ক্ষমতায় লাগাম টানতেই নেওয়া হল নতুন পদক্ষেপ৷ মণিপুরে একের পর এক ওঠা একই ধরনের অভিযোগের নিষ্পত্তি করতে গিয়েই সর্বোচ্চ আদালতের নির্দেশ, পুলিশ বা সেনা কেউই অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে না৷ এমনকী আফস্পা উপদ্রুত এলাকায় হলেও নয়৷ করলেও কেন করা হয়েছে তার তদন্ত হবে৷

গত কুড়ি বছরে প্রায় ১৫০০টি ফেক এনকাউন্টারের ঘটনা নথিবদ্ধ হয়েছে আদালতে৷ প্রকৃত সংখ্যাটি যে এর থেকে অনেক বেশি তা সহজেই অনুমান করা যায়৷ ২০১৩ সালে ফেক এনকাউন্টারের ঘটনা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট৷ কমিটির সদস্যরা বেশ কয়েকটি ঘটনা খতিয়ে দেখে একটা সাধারণ নকশা খুঁজে পান৷ যেখানে পুলিশ বা সেনার দাবি, তাঁরা প্রথমে সন্দেহভাজন ব্যক্তিকে সন্দেহজনক কাজ থেকে বিরত করার চেষ্টা করেন৷ পরে তাঁদের উপর আক্রমণ চালালে তাঁরা পাল্টা অস্ত্র হাতে তুলে নেন৷ প্রায় প্রতি ঘটনার ক্ষেত্রেই বয়ান একইরকম৷ তবে কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ জানায় সেনা ও রাজ্য পুলিশ৷ এমনকী মণিপুর সরকারও এই রিপোর্টে কর্ণপাত করেনি বলে অভিযোগ ওঠে৷ এখনও সেই রিপোর্টের ভিত্তিতে কোনও চূড়ান্ত রায় দেওয়া হয়নি৷ তবে এই ধরনের ঘটনায় যে সুপ্রিম কোর্ট যথেষ্ট উদ্বিগ্ন তা নতুন পদক্ষেপেই স্পষ্ট করে দেওয়া হল৷ বিচারপতি মদন বি লোকুরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, এবার থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হলে তার যথাযথ তদন্ত করা হবে৷

Advertisement

আফস্পা উপদ্রুত এলাকায় জঙ্গিদমনের নামে সশস্ত্রবাহিনীর অত্যাচারের যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল, সর্বোচ্চ ন্যায়ালয়ের এই নির্দেশে তা অনেকটাই কমবে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement