Advertisement
Advertisement

Breaking News

অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন কালিখো পুল, অনুমান পুলিশের৷

Ex Arunachal Chief Minister And Congress Rebel Kalikho Pul Found Hanging
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2016 12:27 pm
  • Updated:August 12, 2021 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনকভাবে মৃত্যু হল অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের৷ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর নিবাসস্থল থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন বিদ্রোহী কংগ্রেস নেতা৷

গত বছরের ডিসেম্বর মাস থেকেই অরুণাচলের রাজ্য রাজনীতিতে টালমাটাল অবস্থা৷বিধানসভার ৪৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ২১ জনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন৷ বিদ্রোহীদের বিরোধিতায় ভেঙে যায় অরুণাচলের কংগ্রেস সরকার এবং স্থাপিত হয় রাষ্ট্রপতি শাসন৷ ফেব্রুয়ারি মাসে ১৮ জন বিদ্রোহী বিধায়ক ও ১১ বিজেপি বিধায়কের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কালিখো পুল৷ কিন্তু, সাড়ে চার মাস কালিখোর নেতৃত্বে সরকার চলার পর সুপ্রিম কোর্টের নির্দেশে আস্থা ভোটের জোরে পুনর্বহাল হয় নাবাম টুকি সরকার৷ তবে পদ হারানোর পরও মুখ্যমন্ত্রীর বাসভবনেই থাকতেন তিনি৷

Advertisement

৪৭ বছরের প্রয়াত নেতা ছোটবেলাতেই বাবা মাকে হারান৷ দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন৷ দিনে ছুতোরে কাজ, পান-বিড়ি বিক্রির মতো কাজ উপার্জন করতেন, আর রাতে পড়াশোনা চালিয়ে যেতেন  নাইট স্কুলে৷ কলেজে পড়াকালীনই রাজনীতির সংস্পর্শে আসেন৷ এর পর থেকেই ক্রমাগত উত্থান হতে থাকে তাঁর৷ তবে শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী পদ খোয়ানোর পর থেকেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷ সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে মনে করছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement