Advertisement
Advertisement

ইপিএফও সদস্যদের স্বল্পমূল্যে বাড়ি দেওয়ার উদ্যোগ

সঞ্চয়ে উৎসাহ দিতেই স্বল্প খরচে বাড়ি তৈরির পরিকল্পনা করছে শ্রমমন্ত্রক৷

EPFO members to benefit as govt plans low-cost housing scheme

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 10:01 am
  • Updated:May 23, 2023 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের(ইপিএফও)সদস্যদের জন্য স্বল্প খরচে বাড়ি তৈরির পরিকল্পনা করছে শ্রমমন্ত্রক৷ রবিবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়৷

এদিন হায়দরাবাদে এক অনুষ্ঠানে দত্তাত্রেয় বলেন, “ইপিএফও-র সদস্যরা যাতে কর্মজীবনের পুরো মেয়াদই প্রভিডেন্ট ফান্ডে সঞ্চয় করেন সে বিষয়ে উৎসাহ দিতে তাঁদের স্বল্পমূল্যে ফ্ল্যাট দেওয়ার চিন্তাভাবনা চলছে৷ প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত অর্থ থেকেই তাঁদের ওই ফ্ল্যাট দেওয়া হবে৷ সদস্যরা যেখানে চাইবেন সেখানেই তাঁদের ফ্ল্যাট দেওয়া হবে৷আমি আশা করি, সরকারের এই নতুন প্রকল্পে ইপিএফও’র অন্তর্ভুক্ত সদস্যরা উপকৃত হবেন৷ কারণ দীর্ঘদিন ধরে তাঁরা যে সঞ্চয় করবেন সেই টাকা দিয়ে তাঁরা বাড়ির মতো একটি স্থায়ী সম্পত্তির মালিক হতে পারবেন৷ ২০২২ সালের মধ্যে সকলকে বাড়ি করে দেওয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখছেন এই প্রকল্পের মাধ্যমে হয়ে সেটা কিছুটা পূরণ হবে৷”

Advertisement

মন্ত্রী এদিন আরও জানান, ইতিমধ্যেই ইপিএফও’র ৭.৪৪ কোটি সদস্যকে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন দেওয়া হয়েছে৷ ১.৩৩ কোটি ডিজিটাইজড আধার নম্বর সংগৃহীত হয়েছে৷ ২.৮০ কোটি সদস্যের ইউএএন পোর্টাল সক্রিয় করা হয়েছে৷ প্রভিডেন্ট ফান্ডের যে সদস্যের আধার নম্বর ইউএএন নম্বরের সঙ্গে সংযুক্ত হয়েছে তাঁরা সরাসরি প্রভিডেন্ট ফান্ড, পেনশনের জন্য আবেদন করতে পারবেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement