স্টাফ রিপোর্টার: আসন পূরণে এক লক্ষের বেশি পরীক্ষার্থীকে ইঞ্জিনিয়ারিংয়ের ই-কাউন্সেলিংয়ে ডাকা হলেও নাম নথিভুক্ত করল মাত্র ৪১ হাজার৷ বাকি ৬০ হাজারের বেশি পরীক্ষার্থী ‘চয়েস ফিলিং’ পর্যায়ে নাম নথিভুক্ত করেনি বলেই সোমবার জানাল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ কারণ হিসাবে বোর্ডের চেয়ারম্যান সজল দাশগুপ্ত জানান, গতবারের তুলনায় এবার বেসরকারি কলেজগুলিতে বছর প্রতি প্রায় ৭ শতাংশ টিউশন ফি বৃদ্ধি পেয়েছে৷ ফি বাড়ার কারণে সম্ভবত বহু পড়ুয়া ইঞ্জিনিয়ারিং শিক্ষা থেকে মুখ ফিরিয়েছে৷ এছাড়াও বহু ক্ষেত্রে আসল নথি পেশ করায় সমস্যা, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য উচ্চমাধ্যমিকে উপযুক্ত নম্বর না পাওয়া, ভাল কলেজে পড়ার সুযোগ না পাওয়ার আশঙ্কা থেকেও বহু পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেনি৷
রাজ্য এবছর জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসেছিল ১ লক্ষ ২৭ হাজার ১৯৬ জন৷ মেধাতালিকায় এসেছে ১ লক্ষ ১ হাজার ৯৫৪ জন৷ তাদের সকলকেই ব়্যাঙ্ক কার্ড দেওয়া হয়েছে৷ যারা ব়্যাঙ্ক কার্ড পেয়েছে, সকলকেই ই-কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল৷ আসন রয়েছে ৩৬ হাজার ২৬৩টি৷ প্রথম দফা কাউন্সেলিংয়ের পর নাম প্রকাশিত হয়েছে ১৫ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থীর৷ গতবার তিন দফা ই-কাউন্সেলিং ও জয়েন্ট এনট্রান্স (মেন)-এর কাউন্সেলিংয়ের পর ভর্তি হয়েছিল মাত্র ১৮ হাজার৷
ডি-সেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি হয়েছিল আরও ৫ হাজার৷ ফাঁকা থেকে গিয়েছিল প্রায় ১৫ হাজারেরও বেশি আসন৷ কিন্তু এবার প্রথম দফাতেই সংখ্যাটা ১৫ হাজার ছাড়ানোয় আসন অনেকটাই পূরণ হবে বলে আশাবাদী বোর্ড৷ তবে তৃতীয় দফা কাউন্সেলিংয়ের পরই আসন পূরণের বিষয়ে স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছেন সজলবাবু৷ তিনি আরও জানান, অনলাইন কাউন্সেলিং শেষ হওয়ার পর দেখা হবে কতটা আসন পূরণ হচ্ছে৷ তারপরই প্রয়োজনমতো ‘ডি-সেন্ট্রালাইজড’ কাউন্সেলিং সংক্রান্ত নির্দেশিকা জারি হবে৷
অন্যদিকে আগামী ২০ জুলাই মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা নেবে জয়েণ্ট এণ্ট্রান্স বোর্ড৷ ৯ আগস্ট জয়েন্ট এণ্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার ওএমআর শিট ও মডেল উত্তরপত্র তুলে দেওয়া হবে৷ কোথাও কোনও অসঙ্গতি থাকলে ১০০০ টাকা দিয়ে পরীক্ষার্থীরা ওই উত্তরপত্র পুনর্মূল্যায়নের (রিভিউ) আবেদন জানাতে পারবেন ১০ থেকে ১৩ আগস্টের মধ্যে৷ ১৪ থেকে ২০ আগস্টের মধ্যে বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে৷ এর পর ২১ থেকে ২৭ আগস্টের মধ্যে মেডিক্যালের ফল প্রকাশ করবে বোর্ড৷ ২৮ আগস্ট থেকে শুরু হবে মেডিক্যালে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া৷ সজলবাবু জানান, একটি মামলার প্রেক্ষিতে মেডিক্যালের উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিষয়ে বোর্ডকে বলে হাই কোর্ট৷ তার পর উত্তরপত্র রিভিউ করে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় বোর্ড৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.