Advertisement
Advertisement

উত্তোলনের সময় মাটিতে পড়ল জাতীয় পতাকা, বিড়ম্বনায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী

যেন সাম্প্রতিক অশান্তির প্রতীক হয়ে থাকল এই পতাকা বিপর্যয়৷

Embarrasing JK CM, National-flag-falls-from-post-during Hoisting
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 3:52 pm
  • Updated:August 15, 2016 5:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার স্বাধীনতা দিবস উদযাপনে পতাকা উত্তোলন করছিলেন তিনি৷ কিন্তু সেখানেও বিড়ম্বনার শিকার হলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ পতাকা উত্তোলনের মুহূর্তেই তা পড়ে গেল৷

সত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনে বক্সি স্টেডিয়ামে পতাকা উত্তোলন করছিলেন কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মেহবুবা মুখতি৷ প্রথামাফিক Cp5Za_pUAAAy3iYউত্তোলনের পরই সেটি আচমকাই বাঁধন ছিঁড়ে মাটিতে পড়ে যায়৷ এ ঘটনায় কার্যতই অপ্রস্তুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী৷ তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তখনই পতাকা কুড়িয়ে উপরে তুলে ধরেন৷ সেই অবস্থাতেই জাতীয় পতাকাকে স্যালুট জানান মুখ্যমন্ত্রী৷ পরে অবশ্য ঠিক করে দেওয়া হয়৷ যথাস্থানে থাকে দেশের পতাকা৷ পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement

এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷ কাশ্মীর পরিস্থিতি সমাধানে ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কটাক্ষ, এবার এর জন্য কাউকে দায়ী করার লোক খুঁজকে হবে মুফতিকে৷

বেশ কিছুদিন ধরেই কাশ্মীরের পরিস্থিতি শান্ত নয়৷ তা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ৷ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী নিজেও৷ এদিন তাঁর বার্তায় তিনি জানান, বন্দুক কখনও সুবিচার দিতে পারে না৷ বিছিন্নতাবাদে যাঁরা প্রশ্রয় দিচ্ছেন তাঁদের উদ্দেশেই এ বার্তা মুখ্যমন্ত্রীর৷ স্বাধীনতা দিবস উদযাপনের মুহূর্তে পরিস্থিতি শান্ত হওয়ারই আশা সকলের৷ তবে এ সবের মধ্যেই যেন সাম্প্রতিক অশান্তির প্রতীক হয়ে থাকল এই পতাকা বিপর্যয়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement