Advertisement
Advertisement

ভয়াবহ দুর্ঘটনায় তামিলনাড়ুতে মৃত ৮

 মৃতদের মধ্যে তিনজন মহিলা৷

Eight killed as truck hits bus in Tamil Nadu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 2:34 pm
  • Updated:August 12, 2016 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্যুরিস্ট বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার তামিলনাড়ুর ত্রিচি জেলার ভালানাডুতে মৃত্যু হল ৮ জনের৷ মৃতদের মধ্যে তিনজন মহিলা৷ মাদুরাই-ত্রিচি জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন৷

মোট ৬৫ জন যাত্রী ট্রাকে চেপে কোভিলপাট্টি গ্রামে একটি মন্দিরে যাচ্ছিলেন৷ মাদুরাই থেকে ত্রিচিগামী বাসটিতে অবশ্য কোনও যাত্রী ছিলেন না৷ স্থানীয় সূত্রে খবর, মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের৷ মাটিতে আছড়ে পড়ে বেশ কয়েকজন আহত হন৷ আহতদের ত্রিচির সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ ত্রিচির জেলাশাসক কে এস পালানিসামি উদ্ধারকার্যে নেতৃত্ব দেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement