স্টাফ রিপোর্টার: মাধ্যমিকের বই এবার পড়ার সুযোগ মিলবে মোবাইল ফোন কিংবা ট্যাবলেটে!
মাধ্যমিক পড়ুয়াদের আরও বেশি প্রযুক্তিনির্ভর করে তুলতে বাজারে এল ‘ডিজিটাল বই’৷ চলতি শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা দশম শ্রেণিতে উঠেছে তাদের হাতে এই ডিজিটাল বই তুলে দেওয়ার প্রয়াস ‘উত্তরণ’ নামে একটি সংস্থার৷
সোমবার প্রেস ক্লাবে এই ডিজিটাল বইয়ের উদ্বোধন হয়৷ মাধ্যমিকের নয়া পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সাতটি আবশ্যিক বিষয়ের শিখন সামগ্রী, অডিও, ভিডিও ও পিডিএফ ফাইলের মাধ্যমে মাইক্রো এসডি কার্ডের মধ্যে এই ডিজিটাল বই তৈরি করা হয়েছে৷ অ্যান্ড্রয়েড-নির্ভর যে কোনও মোবাইল ফোন বা ট্যাবলেটে এই কার্ড ব্যবহার করে ডিজিটাল বই পড়া যাবে৷ নয়া সিলেবাসের মাধ্যমিকের বই ছাড়াও এই এসডি কার্ডে থাকছে বিভিন্ন বিষয়ের নোটস, অতিরিক্ত প্রশ্ন ও তার উত্তর৷
শুধুই এসডি কার্ড নয়, ট্যাবলেটের সঙ্গেও মিলবে এই উত্তরণ ডিজিটাল বই৷ এর জন্য উত্তরণ গাঁটছড়া বেঁধেছে ডাটাউইন্ড (আকাশ ট্যাব) সংস্থার সঙ্গে৷ ছাত্র-ছাত্রীরা অনলাইনে ডিজিটাল বই অর্ডার দিতে ও দাম মেটাতে পারবে৷ ভারতীয় ডাক পরিষেবার মাধ্যমে ওই বই পৌঁছে দেওয়া হবে৷
সংস্থার তরফে জানানো হয়েছে, উত্তরণ ডিজিটাল বইয়ের এসডি কার্ডের দাম ধার্য করা হয়েছে ১৮০০ টাকা৷ তবে আপাতত কিছু দিন ওই দামে কিছুটা ছাড় চলছে৷ ছাড় দিয়ে এর দাম রয়েছে ৭০০ টাকা৷ আকাশ ট্যাবলেট-সহ ডিজিটাল বইয়ের দাম ৫০০০ টাকা৷ ছাড় দিয়ে ওই দাম ৩৭০০ টাকা৷ ওয়েবসাইট www.uttaron.in-এ ডিজিটাল বই সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.