Advertisement
Advertisement

আমি ভারত ও হিন্দুদের ফ্যান: ডোনাল্ড ট্রাম্প

দেশের কট্টরবাদী হিন্দু সংগঠনের একাংশ ট্রাম্পকে পুরোমাত্রায় সমর্থন করে৷

Donald Trump Says he is a big fan of Hindus and India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2016 3:51 pm
  • Updated:October 16, 2016 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-মার্কিন সখ্যতার মাত্রা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ খোলাখুলি তিনি জানিয়ে দিলেন, ভারত ও হিন্দুদের তিনি সম্মান করেন৷

মোদি-ওবামা বন্ধুতা আন্তর্জাতিক মহলে সুবিদিত৷ কিন্তু ওবামা পরবর্তী অধ্যায়ে এই সখ্যতার বাতাবরণ আদৌ থাকবে কি না, তা নিয়ে নানা জল্পনা চলছিল৷ তবে ডোনাল্ডের কথায় সে জল্পনায় ইতি পড়ল৷ তিনি খোলাখুলিই জানালেন, ভারতের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা আছে৷ বিশেষত হিন্দুদের প্রতি৷ সন্ত্রাস বিরোধিতার প্রশ্নেই ভারত ও মার্কিন বন্ধুতা যে টিকে থাকবে সে ইঙ্গিত মিলল ট্রাম্পের কথায়৷ এমনকী তিনি প্রেসিডেন্ট হলে হোয়াইট হাউসের তরফে যে এই বন্ধুতা নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে কথাও এখনই ঘোষণা করে দিলেন ট্রাম্প৷

Advertisement

প্রসঙ্গত, মুসলিম দেশগুলির সন্ত্রাস বিরোধিতার কারণে ভারতেও ট্রাম্পের গুণমুগ্ধের সংখ্যা কম নয়৷ বিভিন্ন নারী তাঁর বিরুদ্ধে যতই যৌন হেনস্তার অভিযোগ আনুন না কেন, দেশের কট্টরবাদী হিন্দু সংগঠনের একাংশ ট্রাম্পকে পুরোমাত্রায় সমর্থন করে৷ রাজনৈতিক মহলের ধারণা, সেই সমর্থনকে ভিত্তি করেই ভারতে আগেভাগেই নিজের প্রভাব বিস্তারের ভবিষ্যৎটি গুছিয়ে রাখলেন ট্রাম্প৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement