সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আতঙ্ক ও বিদ্বেষ ছড়ানো, বক্তৃতাবাজ’ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতে আমেরিকার পরমাণু অস্ত্র নিরাপদ নয় বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন৷ গত ২৫ বছরের মধ্যে তাঁর দীর্ঘতম বক্তব্যে বৃহস্পতিবার এমনটাই বললেন হিলারি ক্লিনটন৷
হিলারির অভিযোগ, ট্রাম্প মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চান৷ বিশ্বের মানুষের থেকে তিনি আমেরিকানদের আলাদা করতে চান৷ আবার আমেরিকানদেরও একে অপরের থেকে আলাদা করে দিতে চান৷ ট্রাম্পের প্রতি তাঁর বিষোদগার, ব্যবসায়ী ট্রাম্পের হাতে নিউক্লিয়ার অস্ত্র সুরক্ষিত নয়৷
মার্কিন প্রেসিডেন্ট পদে উত্তরসূরি হিসাবে হিলারি রডহ্যাম ক্লিনটনের প্রতি জোরালো সমর্থনের বার্তা দিয়েছেন বারাক ওবামাও৷ স্পষ্ট জানিয়েছেন, প্রাক্তন মার্কিন বিদেশসচিবের চেয়ে যোগ্য আর কোনও প্রার্থী নেই৷ এমনকী, তিনি নিজেও হিলারির মতো যোগ্য নন৷
ওবামা মনে করেন, রাজনৈতিক বৃত্তের বাইরে থেকে উঠে আসা ট্রাম্প অনভিজ্ঞ৷ অন্যদিকে, বিদেশসচিব হিসাবে কাজ করা হিলারি সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে ওয়াকিবহাল৷ “ওভাল অফিসের ডেস্কে যতক্ষণ না বসছেন, কোনও প্রস্তুতিই আপনাকে পুরোপুরি তৈরি করে দিতে পারবে না৷ বিশ্বব্যাপী সংকট, তরুণ প্রজন্মকে যুদ্ধ করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন৷ কিন্তু হিলারি ওই পরিস্থিতির মুখোমুখি আগেও হয়েছেন৷ তিনি সেই সিদ্ধান্তের অংশীদার ছিলেন৷ ট্রাম্প কোনও পরিকল্পনা করে চলেন না৷ নিজেকে ব্যবসায়ী হিসাবে পরিচয় দেন৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.