সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ আছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ চিকিৎসকরা জানাচ্ছেন, পর্যাপ্ত ঘুম হয়েছে যুব নেতার৷ আজ তাঁকে দেওয়া হবে নর্মাল ডায়েট৷
মঙ্গলবার বহরমপুরের কর্মী সম্মেলন থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক৷ তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে এসে ভর্তি করা হয় বেলভিউতে৷ ১৪ জনের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল গঠন করা হয় তাঁর চিকিৎসায়৷ প্রথম প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বিপদ কাটিয়ে উঠলেও ঘাড়ের নীচে আঘাত নিয়ে চিন্তার কারণ আছে৷ সেইমতো ব্যথা কমানোর জন্য রাতে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তাঁকে৷ আজ অনেকটাই সুস্থ আছেন তিনি৷ তবে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে৷
এদিকে দুর্ঘটনার তদন্তভার নিয়ে সিআইডি গতকালই পৌঁছেছিল অকুস্থলে৷ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তাঁরা৷ আজ আবার দুর্ঘটনাস্থলে যাবে তদন্তকারী দল৷ যেহেতু এক্সপ্রেস ওয়েতে কোনও সিসিটিভি ফুটেজ ছিল না, তাই স্থানীয়দের বয়ানের উপর ভিত্তি করেই এগোচ্ছে তদন্ত৷ অভিষেকের গাড়ির ব্রেক, টায়ারের অবস্থা, কনভয়ের অন্যান্য গাড়ির গতিবেগ খতিয়ে দেখা হচ্ছে৷ যে ব্রেকডাউন ভ্যানের সঙ্গে ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটে তার চালককে ও ট্রাক চালককে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.