Advertisement
Advertisement

‘ঢিসুম’-এর আইটেম নম্বরে নয়া অবতারে পরিণীতি!

মাত্র ২৪ ঘন্টা আগে মুক্তি পেয়েছে 'ঢিসুম'-এর এই আইটেম নম্বর৷ আর ইতিমধ্যেই ইউটিউবে প্রায় ১০,০০০,০০ দর্শক দেখে নিয়েছেন এই গানের ভিডিওটি৷

Dishoom's Item Number 'Jaaneman Aah' Is Lyrically Challenged But It Features Parineeti Chopra & Her Abs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 2:42 pm
  • Updated:July 13, 2016 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন আর তিনি আগের মতো বাবলি নেই৷ কসরত করে ঝরিয়ে ফেলেছেন বাড়তি মেদ৷ আর তাই ‘ঢিসুম’-এর নয়া আইটেম নম্বরে এবার চোখ ধাঁধানো অবতারে দেখা গেল পরিণীতি চোপড়াকে৷ বরুণ ধাওয়ানের সঙ্গে এই আইটেম নম্বরে লাস্যময়ী পরিণীতির থেকে চোখ ফিরিয়ে নেওয়া দায়৷

বরুণ ধাওয়ান এবং জন আব্রাহাম অভিনীত ‘ঢিসুম’ ছবিতে ‘জানেমন আহ’ গানটির কথা এবং সুর বিশেষ কোনও মজা লুকিয়ে না থাকলেও পরিণীতিই এই গানের ইউএসপি৷
এর আগে ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ প্রমুখ নায়িকারা বলিউডে আইটেম নম্বর করেছেন৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন পরি৷ তাঁর পাশাপাশি বরুণ ধাওয়ানও গানে যথাযথ৷ নৃত্যশিল্পী হিসাবে তিনি বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন৷
প্রসঙ্গত, মাত্র ২৪ ঘন্টা আগে মুক্তি পেয়েছে ‘ঢিসুম’-এর এই আইটেম নম্বর৷ আর ইতিমধ্যেই ইউটিউবে প্রায় ১০,০০০,০০ দর্শক দেখে নিয়েছেন এই গানের ভিডিওটি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement