Advertisement
Advertisement

কলকাতা জুড়ে বাড়তি সতর্কতা, রাস্তায় নাকা তল্লাশি

দেশের সীমান্ত ও বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে বিএসফের ডিজিকে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে৷ বিশেষ সতর্কতা জারি হয়েছে কলকাতাতেও৷

dhaka-terror-strike-home-ministry-sounds-high-alert-in-border-areas and kolkata too
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2016 3:34 pm
  • Updated:July 2, 2016 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়শি দেশ বাংলাদেশে আইএস জঙ্গিহানার জেরে ভারতেও সীমান্ত ও বিমানবন্দরে জারি হল কড়া সতর্কতা৷ নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিরাপত্তা আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করেন৷ দেশের সীমান্ত ও বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে বিএসফের ডিজিকে বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে৷ বিশেষ সতর্কতা জারি  কলকাতাতেও৷

শুক্রবার রাতে বাংলাদেশের ‘হলি আর্টিসান বেকারি’ নামক অভিজাত রেস্তোরাঁয় হানা দেয় জঙ্গিরা৷ প্রথমে বিস্ফোরণ ঘটিয়ে, স্প্যানিশ রেস্তোরাঁর অন্দরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা৷ পণবন্দি করে রাখা হয় বহুজনকে৷ আরএবি-র তৎপরতায় ছয় জঙ্গিকে নিকেশ করা সম্ভব হলেও প্রাণ যায় ২০ জন পণবন্দিরই৷ পরে বাংলাদেশের এই জঙ্গিহানার দায় স্বীকার করে আইএস৷ প্রতিবেশী দেশের এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হল ভারতেও৷ আইএস জঙ্গিরা যে এদেশের নাশকতা মূলক কাজের পরিকল্পনা করছে সে খবর আছে গোয়েন্দা দফতরের কাছে৷ ইতিমধ্যেই এনআইএ ও হায়দরাবাদ পুলিশের যৌথ অভিযানে দশটিরও বেশি আইএস মডিউলের খোঁজ মিলেছে হায়দরাবাদে৷ আটক করা হয়েছে সন্দেহভাজনদের৷ তাদের জিজ্ঞাসাবাদ করে দেশে আইএস জঙ্গির নেটওয়ার্কের সুলুকসন্ধান মিলবে বলেই মনে করছেন গোয়েন্দারা৷ এদিকে কলকাতার গার্ডেনরিচ এলাকা থেকেও কিছুদিন আগে ধরা পড়েছিল এক পাক চর৷ বন্দরএলাকায় জঙ্গিদের হামলার ছক সে ঘটনায় আরও স্পষ্ট হয়েছিল৷ ভারত-বাংলাদেশের মতো দেশগুলিকে একযোগে টার্গেট করে আইএস যে বড়সড় আঘাত হানার পরিকল্পনা নিয়েছিল তা ক্রমাগত পরিষ্কার হচ্ছে৷ বাংলাদেশে হানার পর তাই নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন রাজনাথ সিং৷ পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার, মেঘালয়ের মতো রাজ্যের সীমান্তে নিরাপত্তা কঠোর করতে বাড়তি সতর্কতাও জারি করা হয়েছে৷ ঘটনার জেরে পশ্চিমবঙ্গেও জারি হয়েছে বিশেষ সতর্কতা৷  সব থানার ওসিদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিদেশীরা থাকেন এমন অঞ্চলে বাড়তি সতর্কতার পাশপাশি বিভিন্ন রাস্তায় চলছে নাকা তল্লাশি৷

Advertisement

বাংলাদেশে আইএস জঙ্গিদের কার্কলাপ নিয়ে এর আগেই অসম, ত্রিপুরার পক্ষ থেকে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল৷ যে এলাকায় জঙ্গিহানা হয়েছে সেখানেই ভারতীয় দূতাবাস-সহ বিভিন্ন দেশের দূতাবাসগুলি অবস্থিত৷ বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত অবশ্য সুস্থ আছেন বলেই জানা গিয়েছে৷ আইএস জঙ্গিদের এই ঘটনা একরকম অশনিসঙ্কেত ভারতের কাছে৷ প্যারিস, ব্রাসেলস, ইস্তানবুল থেকে বাংলাদেশে জঙ্গিদের হাতে রক্তাক্ত হয়ে উঠেছে৷ সারা বিশ্ব জুড়ে সন্ত্রাসের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে৷ ভারতে যাতে সে দৃশ্যের পুনরাবৃত্তি না হয়, তাই সবরকম সতর্কতা নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement