Advertisement
Advertisement

গুলশান-কাণ্ডে ধৃত সন্দেভাজনের মৃত্যু

জাকিরের পরিবারের দাবি জাকির মোটেও জঙ্গি ছিল না৷ সেও অন্যদের মতো আক্রান্ত ছিল৷

Dhaka Cafe Attack Suspect Dies In Police Custody
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 6:28 pm
  • Updated:May 24, 2023 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু হল ঢাকা গুলশান হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন জাকির হোসেন শাওনের৷ শুক্রবার সন্ধেয় পুলিশের হেফাজতে থাকাকালীনই মৃত্যু হয় তার৷ ঘটনায় বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে জাকিরের পরিবার৷

১৮ বছরের জাকির হোলি আর্টিসান বেকারির রান্নাঘরে সহকারী হিসেবে কাজ করত৷ ৫ জঙ্গিকে খতম করার পর ঘটনাস্থল থেকে সন্দেহজনক কাজকর্মের অভিযোগে আহত জাকিরকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ৷ জাকিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানেই শুক্রবার আইসিইউতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement

জাকিরের পরিবারের দাবি জাকির মোটেও জঙ্গি ছিল না৷ সেও অন্যদের মতো আক্রান্ত ছিল৷ পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল৷ পুলিশ জাকিরের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে বলেও অভিযোগ পরিবারের৷

বাংলাদেশের প্রথমসারির মানবাধিকার সংগঠনের প্রধান নূর খান লিটন বলেন, জঙ্গি হামলায় শাওনের জড়িত থাকার ব্যাপারে সন্দেহ ছিল মাত্র৷ কোনও প্রমাণ ছিল না৷ আইএস-এর প্রকাশিত জঙ্গিদের তালিকাতেও তার ছবি ছিল না৷

জাকিরের বাবা আবদুস সাত্তারের কথায়, তার দেহের নানা অংশে কালশিটের দাগ ছিল৷ হাতে দড়ি দিয়ে বাঁধার দাগও ছিল৷ হাঁটুতেও কালশিটে পড়ে গিয়েছিল৷ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন জাকিরের বাবা৷ যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বাংলাদেশ পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement