সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকা জঙ্গি হামলার মূলচক্রী লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গেই, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তে| সম্প্রতি ঢাকা ট্রিবিউন সূত্রে এই তথ্য প্রকাশ্যে এসেছে৷
চলতি মাসের শুরুতে ঢাকার গুলশানে একটি অভিজাত রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা৷ ঘটনায় ২২ জন প্রাণ হারান৷ নিহতদের মধ্যে একজন ভারতীয়ও ছিলেন৷ এই জঙ্গিহানার দায় স্বীকার করেছিল আইএসআইএস৷ যদিও তদন্তকারী দলের অনুমান এই জঙ্গিহানায় জামাতুল মুজাহিদিন, হিজব উত-তাহরির এবং আনসুরাল্লাহ বাংলা দলেরও যোগ রয়েছে৷ এই সংগঠনগুলি বাংলাদেশে নিষিদ্ধ৷ দেশে মিলিটারি শাসন জারি করার উদ্দেশ্যেই এই সংগঠনগুলি এমন হামলায় মদত দিচ্ছে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
এই ঘটনার পাশাপাশি, জঙ্গিগোষ্ঠীতে উচ্চশিক্ষিত মুসলমান পরিবারের ব্যক্তিদের জড়িত থাকার ব্যাপারটিও ভাবাচ্ছে বাংলাদেশ সরকারকে৷ এই ধরনের হামলা রুখতে তিনি বাবা-মা’দেরও সন্তানদের কার্যকলাপের উপর নজর রাখার আর্জি জানান প্রধানমন্ত্রী৷ একটি ভাষণে তিনি বলেন বাংলাদেশে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী দলগুলির শক্তি বৃদ্ধি করতে দেওয়া যাবে না৷ সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে৷ এই ধরনের জঙ্গি হামলার যে কোনও প্রচেষ্টাকে শক্ত হাতে দমন করা হবে বলেও তিনি এদিন সাফ জানিয়ে দেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.