সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত এক যুগ আগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ বলে ঘোষণা করে৷ কিন্তু এ দেশের বহু মানুষের ড্রয়িং রুমে এখনও পিস টিভির সম্প্রচার অব্যাহত রয়েছে৷ কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন পিস টিভি ‘ব্যান’ করা যায়নি জানেন?
(হাফিজ সঈদের ঘনিষ্ঠ জাকির নায়েক, বন্ধ পিস টিভি)
এর জন্য দায়ী কয়েকজন স্বার্থলোভী কয়েকজন কেবল অপারেটর৷ কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও পিস টিভি, হাম টিভি, কিউ টিভি, মাদানি চ্যানেলের মতো ‘নিষিদ্ধ’ চ্যানেল দেখানো বন্ধ করেননি তাঁরা৷ মুম্বই কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের মুখ্য পরামর্শদাতা বিনয় প্যাটেল বলছেন, “বারবার বারণ করা সত্ত্বেও আমাদের সংগঠনের কয়েকজন সদস্য ওই চ্যানেলগুলি দেখানো বন্ধ করেননি৷” যারা ওই চ্যানেলগুলি দেখাচ্ছেন, সেই কেবল অপারেটররা আবার পাল্টা জানিয়েছেন, দর্শকদের প্রবল চাহিদার জন্যই তাঁরা চ্যানেলগুলি ‘অফ এয়ার’ করতে পারেননি৷
মুম্বই প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “নিয়্ম ভেঙে ওই চ্যনেলগুলি সম্প্রচারের দাবি জানাচ্ছেন কারা? কোনও নির্দিষ্ট ধর্মালম্বীর মানুষ? পুলিশ এবার সেটা খতিয়ে দেখবে৷” তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদের ওয়েবসাইটে জেলাওয়াড়ি নোডাল অফিসারদের নাম ও মোবাইল নম্বরের তালিকা প্রকাশ করেছে৷ দর্শকদের আবেদন জানানো হবে, কোনও কেবল অপারেটর নিয়ম অমান্য করে নিষিদ্ধ চ্যানেলগুলি দেখালে ফোন তুলুন ও অভিযোগ জানান৷ দিল্লির কেবল অপারেটরস ফেডারেশনের প্রেসিডেন্ট রূপ শর্মা জানিয়েছেন, “এরকম কোনও চ্যানেলের সম্প্রচার করাই উচিত নয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে৷” যদিও মুসলিম যুবকদের একাংশের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, চ্যানেল বন্ধ করলেই যে জাকিরের প্রচার রোখা যাবে এমনটা ভাবার কোনও কারণ নেই৷ ইন্টারনেটে, ইউটিউবে জাকির নায়েকের বহু ভিডিও ক্লিপিংস ছড়িয়ে রয়েছে৷ খুব সহজেই সেগুলি দেখা যায় ও ডাউনলোড করা যায়৷ কেন্দ্রের উচিত জাকিরের চ্যানেলের সম্প্রচার বন্ধ করার পাশাপাশি ইন্টারনেট থেকেও ক্লিপিংসগুলি মুছে ফেলা৷
(গ্রেফতার হতে পারেন বিতর্কিত ইসলাম প্রচারক জাকির)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.