Advertisement
Advertisement

Breaking News

৪ বছরের শিশুকে ধর্ষণ করে নর্দমায় ফেলল রিকশাচালক!

ঘটনাস্থল সেই দিল্লিই!

Delhi Rickshaw Puller Kidnaps & Rapes 4-Year-Old, Then Dumps Her In A Drain

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 4:37 pm
  • Updated:July 26, 2016 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষণ রাজধানীর বুকে৷ এবারে ভুক্তভোগী এক চার বছরের শিশু৷ অভিযুক্ত ২৮ বছরের রিকশাচালক৷ নাম মহম্মদ জুনেইদ৷ অভিযোগ, ধর্ষণের পর চার বছরের মেয়েটিকে নর্দমায় ফেলে দেওয়া হয়৷

রবিবার রাত ন’টা নাগাদ দিল্লির শাহবাদ ডেয়ারিতে খেলছিল শিশুটি৷ অভিযোগ, সেই সময়ই তাকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে জুনেইদ৷ অত্যাচারে শিশুটির রক্তপাত হতে থাকলে কাছের ড্রেনে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে সে৷ সেই সময়ই এক প্রতিবেশী তাকে ধরে ফেলে৷ প্রথমে ব্যাপক মারধর করা হয় অভিযুক্তকে, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

Advertisement

আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়৷ আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ জুনেইদের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষার আইনে মামলা দায়ের করা হয়েছে৷ টুইটারে শিশুনিগ্রহের তীব্র নিন্দা করেছেন মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিয়াল৷ বিষয়টি এদিন রাজ্যসভাতে তোলেন ডিএমকে নেত্রী কানিমোঝি ও সমাজবাদী পার্টি নেত্রী জয়া বচ্চন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement