Advertisement
Advertisement

কেজরির কথা আর শুনতে বাধ্য নন লেফটেন্যান্ট গভর্নর

নির্দেশ হাইকোর্টের...

Delhi high court told the Aam Aadmi Party (AAP) government that Delhi's Lieutenant Governor is not required to act on the advice of the cabinet.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 1:54 pm
  • Updated:August 12, 2021 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রিসভার কথা শুনতে বাধ্য নন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিল দিল্লি হাইকোর্ট৷ অর্থাৎ, দিল্লির প্রশাসনিক পদের শীর্ষে যে লেফটেন্যান্ট গভর্নরই বহাল থাকবেন, সে কথাই আজ ফের স্পষ্ট করে জানাল হাইকোর্ট৷

হাইকোর্টের নির্দেশে স্পষ্টতই অস্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ মুখ্যমন্ত্রীর দফতরের হাতে আরও ক্ষমতা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল আম আদমি পার্টি (আপ)৷ এদিনের নির্দেশে অসন্তুষ্ট আপ-এর তরফে জানানো হয়েছে, হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তারা৷

Advertisement

আপ সরকারের দায়ের করা পিটিশন আজ খারিজ করে দেয় হাইকোর্ট৷ ওই পিটিশনে কেন্দ্র শাসিত রাজ্যের প্রশাসনের শীর্ষে লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকাকে চ্যালেঞ্জ করা হয়েছিল৷ কেজরিওয়াল দাবি করেছিলেন, দিল্লির সমস্ত প্রশাসনিক ক্ষমতা মুখ্যমন্ত্রীর দফতরের হাতেই থাকুক৷ বরং মন্ত্রিসভার নির্দেশ মেনে কাজ করবেন লেফটেন্যান্ট গভর্নর৷

কিন্তু দিল্লি হাইকোর্ট আজ স্পষ্ট করে দিল, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক শীর্ষে থাকবেন লেফটেন্যান্ট গভর্নরই৷ আদালত জানিয়ে দেয়, মন্ত্রিসভার কথা মোতাবেক লেফটেন্যান্ট গভর্নর চলবেন, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়৷ দিল্লি সরকার আদালতের কাছে আর্জি জানায়, গণতন্ত্রে একই রাজ্যে দুই শীর্ষ পদাধিকারী কী করে বহাল থাকতে পারে! আদালতের পাল্টা যুক্তি, দিল্লিকে স্বশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি৷ দিল্লি হল কেন্দ্রশাসিত অঞ্চল৷ যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement