সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রিসভার কথা শুনতে বাধ্য নন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিল দিল্লি হাইকোর্ট৷ অর্থাৎ, দিল্লির প্রশাসনিক পদের শীর্ষে যে লেফটেন্যান্ট গভর্নরই বহাল থাকবেন, সে কথাই আজ ফের স্পষ্ট করে জানাল হাইকোর্ট৷
হাইকোর্টের নির্দেশে স্পষ্টতই অস্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ মুখ্যমন্ত্রীর দফতরের হাতে আরও ক্ষমতা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল আম আদমি পার্টি (আপ)৷ এদিনের নির্দেশে অসন্তুষ্ট আপ-এর তরফে জানানো হয়েছে, হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তারা৷
আপ সরকারের দায়ের করা পিটিশন আজ খারিজ করে দেয় হাইকোর্ট৷ ওই পিটিশনে কেন্দ্র শাসিত রাজ্যের প্রশাসনের শীর্ষে লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকাকে চ্যালেঞ্জ করা হয়েছিল৷ কেজরিওয়াল দাবি করেছিলেন, দিল্লির সমস্ত প্রশাসনিক ক্ষমতা মুখ্যমন্ত্রীর দফতরের হাতেই থাকুক৷ বরং মন্ত্রিসভার নির্দেশ মেনে কাজ করবেন লেফটেন্যান্ট গভর্নর৷
কিন্তু দিল্লি হাইকোর্ট আজ স্পষ্ট করে দিল, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক শীর্ষে থাকবেন লেফটেন্যান্ট গভর্নরই৷ আদালত জানিয়ে দেয়, মন্ত্রিসভার কথা মোতাবেক লেফটেন্যান্ট গভর্নর চলবেন, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়৷ দিল্লি সরকার আদালতের কাছে আর্জি জানায়, গণতন্ত্রে একই রাজ্যে দুই শীর্ষ পদাধিকারী কী করে বহাল থাকতে পারে! আদালতের পাল্টা যুক্তি, দিল্লিকে স্বশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি৷ দিল্লি হল কেন্দ্রশাসিত অঞ্চল৷ যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.