Advertisement
Advertisement

কবিগুরুকে অবলম্বন করে দুর্গাবন্দনা দিল্লির মাতৃমন্দিরে

এই পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি।

Delhi Durga Puja to highlight Rabindranath Tagore's life
Published by: Bishakha Pal
  • Posted:October 1, 2019 2:46 pm
  • Updated:October 1, 2019 2:46 pm

সোমনাথ রায়: বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো। আর সর্বকালের অন্যতম সেরা বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গজীবনের এই দুই অঙ্গকে এক সুতোয় গাঁথার কাজ করছেন একদল প্রবাসী বাঙালি।
কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ঠিক তেমনই বিশ্বের যে প্রান্তেই থাক, রবীন্দ্রনাথের কবিতা, গান ও দুর্গাপুজো- এই দুইকে আঁকড়ে বেঁচে থাকে বাঙালি। এবারের দুর্গাপুজোয় রবীন্দ্রনাথে ভরসা রেখেই মাতৃবন্দনা করছে দক্ষিণ দিল্লিতে সফদরজংয়ের মাতৃমন্দির সার্বজনীন দুর্গাপুজা সমিতি। রবীন্দ্রনাথের জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দালান, গ্রন্থাগার থেকে শুরু করে শান্তিনিকেতনের ছাতিমতলা, গৌরপ্রাঙ্গণ ইত্যাদির আদলে সেজে উঠবে মাতৃমন্দিরের মণ্ডপ।

[ আরও পড়ুন: পাঠশালায় শেখানো হচ্ছে চণ্ডীপাঠ, শ্লোক শিখতে লম্বা লাইন পুরোহিতদের ]

এই পুজোর অন্যতম আকর্ষণ হল, পুজোর যাবতীয় আয়োজন করেন এলাকার মহিলারা। সভাপতি, যুগ্মসচিব থেকে শুরু করে কোষাধ্যক্ষ, ভোগ, সাংস্কৃতিক, নিরাপত্তা-সহ বিভিন্ন কমিটিতে নেতৃত্বে মহিলারাই। এবার পঞ্চমীতে মহিলা পরিচালিত এই পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। সপ্তমীতে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস সহযোগে ভোগ। অন্যান্য দিন পোলাও, ফ্রায়েড রাইস, ছোলার ডাল, আলু-ফুলকপির তরকারি, ছানার ডালনা সহযোগে রোজ ভোগ গ্রহণ করবেন প্রায় হাজার পাঁচেক মানুষ। অষ্টমীর দিন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি ও দোহার ব্যান্ডের গান। আর নবমীতে পুজোর সেরা আকর্ষণ কৈলাস খেরের গান।

Advertisement

মাতৃমন্দিরের সভাপতি চন্দনা মুখোপাধ্যায় বলছিলেন, “গুরুদেবের সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার পাশাপাশি অন্যের সংস্কৃতিকেও কীভাবে সম্মান জানাতে হয়, ভালবাসতে হয়, সেই পথেই আমরা এগোচ্ছি।”

[ আরও পড়ুন: সামাজিক আনন্দানুষ্ঠানে ব্রাত্য, জবাব দিতে এবার দুর্গা আরাধনা যৌনকর্মীদের ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement