সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়ার কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনীকে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ পাশাপাশি, সার্জিক্যাল স্ট্রাইক করার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করেন পারিক্কর৷
বুধবার এমইটি ২০১৬ (মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি) অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে পারিক্কর বলেন, “দক্ষতার সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক করার কৃতিত্ব প্রাপ্য দেশের বীর সেনাদের৷ ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকেও৷ তাঁর তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সুদক্ষ পরিকল্পনার কোনও বিকল্প নেই৷”
প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য বিরোধীদের মুখ বন্ধ করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করার অভিযোগ তুলেছিলেন৷ কিন্তু আজ প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে দিলেন, নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব সেনাবাহিনীকেই দিচ্ছে সরকার৷ গত ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের উরি শহরে সেনা ছাউনিতে জঙ্গি হামলার বদলা নিতে ২৮ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে অন্তত ২০ জন লস্কর জঙ্গিকে নিকেশ করেন ভারতীয় জওয়ানরা৷ ওই অভিযানে লস্কর জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.