Advertisement
Advertisement

শিবপুরের গঙ্গায় উদ্ধার মৃত ডলফিন

কীভাবে মারা গেল ডলফিনটি, ধন্দে বন দফতরের আধিকারিকরা৷

Dead Dolphin found in Ganga near Shibpur Howrah
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 6:38 pm
  • Updated:August 23, 2016 6:38 pm  

স্টাফ রিপোর্টার, হাওড়া:  হাওড়ার শিবপুরে গঙ্গার পাড়ে মিলল ডলফিনের মৃতদেহ৷ মঙ্গলবার সকালে রামকৃষ্ণ ঘাটে ডলফিনটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় বন দফতরে৷ দফতরের আধিকারিকরা এসে মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যান৷

কীভাবে ডলফিনটি মারা গেল, তা বলতে পারেননি বন দফতরের আধিকারিকরা৷ তবে ঘাট সংলগ্ন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লঞ্চের ধাক্কায় এটি মারা গিয়ে থাকতে পারে৷

Advertisement

২০০৯ সালে জাতীয় জল প্রাণীর তকমা পায় গাঙ্গেয় ডলফিনরা৷ সাধারণত হুগলির এই ঘোলা জল বিশেষ প্রিয় তাঁদের৷ তবে প্রজননের সময় তারা মোহনার দিকে যেতে পছন্দ করে৷ বাকি সময়টা গঙ্গায় থাকতেই ভালবাসে বিলুপ্তপ্রায় এই প্রাণীগুলো৷ বনবিভাগের অভিযোগ, বার বার মৎস্যজীবী, লঞ্চ, স্টিমারের মালিকদের বলা হয়েছে সাবধানতা অবলম্বন করার জন্য৷ কিন্তু, কোনও লাভ হয়নি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement