Advertisement
Advertisement

ময়দানে মাছের ড্রাম থেকে দেহ উদ্ধার

বুধবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর ফ্লাইওভারের তলায় একটি ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয় দেহটি৷

Dead body found in Drum at Maidan

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 3:19 pm
  • Updated:August 17, 2016 3:22 pm  

স্টাফ রিপোর্টার: মাছের ড্রামের ভিতর থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ৷ পুলিশের সন্দেহ, ওই যুবককে খুন করে ড্রামের ভিতর ফেলে দিয়ে পালায় খুনিরা৷ পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর ফ্লাইওভারের তলায় একটি ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয় দেহটি৷

এদিন সেণ্ট জর্জেস গেট রোডের উপর ফ্লাইওভারের থামের পাশেই একটি মাছের ড্রাম পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ওই এলাকার কিছু বাসিন্দার৷ ড্রামের মুখ মাছ ধরার জাল দিয়ে বন্ধ ছিল৷ তাঁরা ড্রামটি ঘাঁটতে গিয়েই দেখেন, তার ভিতরে পড়ে রয়েছে এক যুবকের দেহ৷ সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস ও ময়দান থানার পুলিশ৷ দেহটি বাইরে বের করে দেখা যায়, দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে৷ খবর দেওয়া হয় ডিসি (সাউথ) মুরলিধর শর্মাকে৷ তিনি নিজেই ঘটনাস্থলে যান৷ তদন্ত শুরু করেন লালবাজারের গোয়ন্দোরাও৷

Advertisement

জানা গিয়েছে, যুবকের মাথায় আঘাতের চিহ্নও আছে৷ এ ছাড়াও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যুবকের শরীরের বিভিন্ন্ জায়গায়৷ প্রাথমিকভাবে যুবকের পরিচয় জানা যায়নি৷ যদিও ওই যুবক মাছের ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের৷ তাই খিদিরপুর বাজার-সহ আশপাশের বাজারগুলিতে যুবকের ছবি দেখিয়ে তাঁকে শনাক্তকরণের চেষ্টা চলছে৷ পুলিশের সন্দেহ, কোনও গোলমালের জেরেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে৷ খুনির সংখ্যা একাধিক বলে ধারণা পুলিশের৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement