স্টাফ রিপোর্টার: মোহরকুঞ্জের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ৷ চন্দ্রশেখর পাত্র নামে ওই ব্যবসায়ীর বাড়ি পূর্ব মেদিনীপুরের রামনগরে৷ অসুস্থ ভাইকে দেখতে এসে তিনি মোহরকুঞ্জের একটি গাছের ডাল থেকে ঝুলে কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে উঠে এসেছে প্রশ্ন৷
পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে মোহরকুঞ্জ খোলার আগেই এক নিরাপত্তারক্ষী দেখেন যে একটি গাছের ডাল থেকে ঝুলছে একটি দেহ৷ তিনি হেস্টিংস থানায় খবর দেন৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়৷ তখনও তাঁর পরিচয় পুলিশ জানতে পারেনি৷ হাসপাতালের এমারজেন্সিতে নিয়ে যাওয়ার পর দুই ব্যক্তি এসে জানান যে, মৃত ব্যক্তি তাঁদেরই ভাই৷ তাঁরা নিজেদের পরিচয় দিয়ে দেহটি শনাক্ত করেন৷ পুলিশ জেনেছে, কাজুর ব্যবসায়ী চন্দ্রশেখরের এক ভাই ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের কার্জন ওয়ার্ডে৷ ভাইয়ের জন্য সারা রাত হাসপাতালে জাগেন চন্দ্রশেখর৷ তাঁর সঙ্গে রাতে হাসপাতালেই ছিলেন দুই দাদা ও কাকা৷ রবিবার সকাল থেকে চন্দ্রশেখরের সন্ধান মিলছিল না৷ কেউ বুঝতেও পারেননি যে, কখন ওই ব্যবসায়ী মোহরকুঞ্জের ভিতর এসে বসেছিলেন৷ মোহরকুঞ্জ ফাঁকা হয়ে যাওয়ার পরই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন৷
ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.