Advertisement
Advertisement

চাঁদে মরদেহ ও চিতাভস্ম নিয়ে যাবে ‘মুন এক্সপ্রেস’

এই প্রথম কোনও বেসরকারি সংস্থাকে মহাকাশ অভিযানের অনুমোদন দেওয়া হল৷

Dead bodies will be brought to Moon by Moon Express
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 12:36 pm
  • Updated:August 10, 2016 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গায় প্রিয়জনের অস্থি বিসর্জন? সেকেলে ভাবনা৷ গুরুগম্ভীর পরিবেশে মাটির নিচে পরিজনের দেহ রেখে শেষ বিদায় জানানো? আপনি নিশ্চয়ই ব্যাকডেটেড বা কৃপণ৷ মৃত্যুও এখন উৎসবের কারণ৷ পয়সা ওড়ানোর অন্যতম মাধ্যম৷ কীভাবে? সৌজন্যে এক ইন্দো-মার্কিন ব্যবসায়ী৷ যিনি এবার রোবটচালিত মহাকাশযান পাঠাবেন চাঁদে, পৃথিবীর একমাত্র উপগ্রহে৷ সঙ্গে যাবে মালপত্র–মৃত মানুষের দেহ, অস্থিভস্ম৷ খরচও নামমাত্র৷ কিলোগ্রাম প্রতি মাত্র ৩০ লক্ষ ডলার! ওই ব্যবসায়ী নবীন জৈনের ‘মুন এক্সপ্রেস’-কে চাঁদে মহাকাশযান পাঠানোর অনুমতি দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)৷

আগামী বছর সেটি চাঁদের মাটিতে পা রাখবে৷ এই প্রথম কোনও বেসরকারি সংস্থাকে মহাকাশ অভিযানের অনুমোদন দেওয়া হল৷ গত সপ্তাহে এফএএ এই অনুমোদন দেওয়ার পরই সংস্হার ভবিষ্যত্‍ পরিকল্পনা নিয়ে বিভিন্ন্ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট৷ তাতে জানা যাচ্ছে, চাঁদে পণ্য পরিবহণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির৷ তার মধ্যে থাকবে মৃতদেহ, চিতাভস্মও৷ তার মধ্যে চিতাভস্মের জন্য খরচ প্রতি কিলোতে ৩০ লক্ষ ডলার৷ আর, সমাধিস্থ দেহের ওজন যেহেতু বেশি, প্রায় দুই থেকে তিন কিলো, সেক্ষেত্রে খরচ হবে ৫৪ থেকে ৮১ লক্ষ ডলার৷ তবে খরচের ভয়ে অনেকেই চিন্তিত নন৷ এমন সুযোগ তাঁরা হাতছাড়া করতে চান না৷ তাই ইতিমধ্যেই লম্বা লাইন পড়ে গিয়েছে৷ যদিও জৈনের বক্তব্য, এতেই থামতে চান না তাঁরা৷ ভবিষ্যতে মহাকাশ ভ্রমণ ও পরবর্তী প্রজন্মের জন্য সীমাহীন নানা সুযোগ তাঁরা সামনে আনতে চান৷ পাশাপাশি, চাঁদ থেকে নানা ধাতু, পাথর তাঁরা পৃথিবীতে নিয়ে আসতে চান৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement