সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণ বাঁচাতে ঘর ছাড়ারই সিদ্ধান্ত নিল আলিগড়ের অন্তত ২৭টি হিন্দু পরিবার৷ শুক্রবার সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আলিগড়ের বাবরি মান্ডি এলাকা৷ অভিযোগ, বেশ কয়েকটি হিন্দুদের পরিবারের উপর আক্রমণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন৷ আর তারপরই নিরাপত্তার কারণে ভিটে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জেলাশাসকের দফতরে আর্জি জানান হিন্দুরা৷
ঘটনার সূত্রপাত গত বুধবার৷স্থানীয় সূত্রে খবর, এক হিন্দু দম্পতি যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের উপর চড়াও হয় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন৷ একটি নির্জন গলিতে টেনে নিয়ে গিয়ে বধূটির শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ৷ সেই সময় তাঁর চিৎকারেই দুই সম্প্রদায়ের মানুষই ঘটনাস্থলে উপস্থিত হলে শুরু হয় সংঘর্ষ৷ সেই উত্তেজনার রেশ এখনও কমেনি৷ শুক্রবারও হিন্দু পরিবারের উপর আক্রমণের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর৷ তারপরই নিরাপত্তার কারণে নিজেদের ভিটে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তত ২৭টি হিন্দু পরিবার৷ জেলাশাসকের দফতরে তাঁরা সম্পত্তি বিক্রির আর্জিও জানিয়েছেন৷
অতিরিক্ত জেলাশাসক আদেশ তিওয়ারি জানান, ‘ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বেশ কয়েকজন আমার কাছে এসেছিলেন৷ তাঁদের আর্জি, সরকার তাঁদের সম্পত্তি কিনে নিক৷ নিরাপত্তার কারণে ওঁরা এখানে থাকতে চাইছেন না৷ কিন্তু সরকারি স্তরে এই অস্থিরতা কাটাতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে৷’
ইতিমধ্যেই অভিযুক্ত চারজনের বিরুদ্ধে এইআইআর দায়ের করা হয়েছে৷ যদিও ঘটনার পর এখনও কাউকে গ্রেফতার করা হয়নি৷ আর তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করলেও ভয় কাটছে না হিন্দুদের৷ যে কোনও সময় তাদের উপর চোরগোপ্তা আক্রমণ চলতে পারে বলেই আশংকা তাঁদের৷ আর তাই জন্মভূমি ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছেন আতঙ্কিত হিন্দু পরিবার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.