Advertisement
Advertisement

Breaking News

ঘূর্ণাবর্তের জেরে দশমীতেও বৃষ্টির পূর্বাভাস    

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে৷

Dashami too can get drenched by heavy rain
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2016 9:52 am
  • Updated:October 11, 2016 9:52 am  

স্টাফ রিপোর্টার: ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের জেরে দশমীতেও রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা৷ নবমীর সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে বৃষ্টির দাপট দেখা যায়৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর৷ অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, নবমীর সকাল থেকেই আকাশের মুখ ভার দেখে বৃষ্টি পূর্বাভাস৷ বেলা বাড়তেই মেঘের ঘনঘটাও বাড়তে থাকে৷ নবমী বিকেল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি৷ আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, সোমবার রাতের মধ্যে যদি ঘূর্ণাবর্তের স্থান পরিবর্তন না হয়, তা হলে দশমীতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে৷

আবহাওয়া দফতরের তরফ থেকে রাজ্য সরকারের কাছে ঘূর্ণাবর্তের সতর্কতা পাঠানো হয়েছে৷ উপকূলবর্তী অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে৷ উৎসবের কলকাতায় যাতে বৃষ্টির কারণে মানুষের কোনও অসুবিধা না হয় তার জন্য প্রস্তুত রাজ্য সরকার৷ সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ হয়েছে৷ তৈরি আছে পুরসভার নিকাশি দফতরও৷

Advertisement

তবে বৃষ্টির ভ্রুকুটিতে কোনও ঘাটতি আসেনি বাঙালির উন্মাদনায়৷ নবমীতে বৃষ্টির অঝোর ধারা উপেক্ষা করেই, ছাতা মাথায় প্যান্ডেলে ভিড় জমিয়েছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement