Advertisement
Advertisement

দলিতদের মোদির সহানুভূতির প্রয়োজন নেই: মায়াবতী

দলিত ইস্যুতে মোদিকে বিঁধলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী৷

‘Dalits don’t need Modi’s sympathy’: Mayawati hits out at PM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 3:37 pm
  • Updated:August 11, 2016 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলিত ইস্যুতে মোদিকে বিঁধলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী৷ বৃহস্পতিবার সংসদের বাইরে তিনি সাংবাদিকেদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিএসপি সুপ্রিমো বলেন, “দলিতদের প্রতি সহানুভূতি দেখিয়ে দলের ভুল ঢাকার চেষ্টা করছেন মোদি৷ দলিতদের মোদির সহানুভূতির দরকার নেই৷ তার পরিবর্তে ক্রমাগত দলিতদের উপর চলা অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত৷”

চলতি বছরের শুরুর দিক থেকেই দেশে একের পর অত্যাচার নেমে আসছে দলিতদের উপর৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা থেকে শুরু করে গত রবিবার উত্তরপ্রদেশের একটি মন্দিরে দলিত শিশুকে জল না দেওয়ার ঘটনা – সবই দেশে দলিতদের দুর্দশাকেই প্রমাণ করছে৷ এমন অবস্থায় দলিতদের প্রতি সহানুভূতির বার্তা না দিয়ে, যারা দলিতদের উপর এমন অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত৷ এমনটাই মত মায়াবতীর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement