Advertisement
Advertisement

ফের দুঃসাহসিক ডাকাতি সল্টলেকে, ধৃত ৮

তেঘরিয়া থেকে শুক্রবার রাতেই ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷ সল্টলেকে ডাকাতির ঘটনায় এই দুষ্কৃতীরাই জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

Dacoits loot Salt Lake household in daring evening raid
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 7:18 pm
  • Updated:July 9, 2016 7:18 pm  

স্টাফ রিপোর্টার: ফের দুঃসাহসিক ডাকাতি সল্টলেকে৷ এবার বাড়িতে ঢুকে এক মহিলাকে বেঁধে রেখে অন্যদের মারধর করে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী৷ শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে সল্টলেকের সিই ব্লকে৷ ওই ব্লকের অমরনাথ চক্রবর্তীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা৷

সেই সময় বাড়ির মহিলারা শপিং মলে যাবেন বলে বের হচ্ছিলেন৷ তখনই আচমকা হামলা চালায় ৭-৮ জনের সশস্ত্র দুষ্কৃতীদল৷ এক মহিলাকে প্রথমে চেয়ারের সঙ্গে বাঁধা হয়৷ অন্যদেরও মারধর করা হয়৷ তারপর অবাধে লুঠপাট চালায় তারা৷ আলমারি ভেঙে দুষ্কৃতীরা নগদ ৫০ হাজার টাকা, ১০ ভরি সোনা এবং ৬টি মোবাইল নিয়ে পালায় বলে অভিযোগ৷

Advertisement

মহিলাদের দাবি, দুষ্কৃতীদের বয়স ২০-১৫ বছরের মধ্যে ছিল৷ প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল৷ ঘটনার পরই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ ঘটনাস্থলে আসেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা৷ অন্যদিকে তেঘরিয়া থেকে শুক্রবার রাতেই ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷ প্রথমে পাঁচজন ও পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে৷ তাদের বাগুইআটি থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ সল্টলেকে ডাকাতির ঘটনায় এই দুষ্কৃতীরাই জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ কারণ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ধৃতরা কোনও ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল অথবা ডাকাতি করে ফিরছিল৷

এদিকে ধৃতদের মধ্যে বিজয় এবং সুশান্ত অটোচালক৷ তাদের গ্রেফতার করার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাগুইআটি রুটের অটোচালকরা৷ ধৃতদের ছাড়ার দাবিতে বাগুইআটি থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করেন৷ গতকাল রাত থেকেই বিক্ষোভ চলছে৷ ঘটনার প্রতিবাদে শনিবারও সকাল থেকে উল্টোডাঙা-বাগুইআটি রুট সহ একাধিক রুটে অটো চলাচল বন্ধ রাখেন চালকরা৷ তাতে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement