Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের ভিডিওয় পাক বিমানের ছবি!

নিন্দায় সরব সোশ্যাল মিডিয়া৷ বিপাকে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক৷

Culture Ministry Uses Pak Jet’s picture in Independence Day Video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 5:32 pm
  • Updated:August 13, 2016 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্তরে পা দিতে চলেছে দেশের স্বাধীনতা৷ এই উপলক্ষেই একটি দেশাত্মবোধক ভিডিও টুইটারে আপলোড করার কথা ছিল কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রকের৷ আর এতেই ঘটল বিপত্তি৷ ভিডিওর শুরুতেই ভেসে উঠল পাকিস্তানের ফাইটার জেট JF-17-এর ছবি৷

ভিডিওটি দেওয়ার মিনিট খানেকের মধ্যেই ভুল বুঝতে পারে মন্ত্রক৷ সঙ্গে সঙ্গেই তা তুলে নেওয়া হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে৷ কিন্তু ততক্ষণে বিপর্যয় যা ঘটার ঘটে গিয়েছে৷ নেট দুনিয়ায় বয়ে গিয়েছে সমালোচনার ঝড়৷

পাকিস্তান ও চিনের যৌথ উদ্যোগে তৈরি হয় JF-17৷ যা দেখতে অনেকটা ভারতীয় ফাইটার জেট ‘তেজস’ কমব্যাট এয়ারক্রাফ্টের মতো৷ সাধারণ মানুষের পক্ষে সেই পার্থক্য খুঁজে বের করা খুব সহজ নয়৷ সেই কারণেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকেরও এই ভুল হয়েছে বলে মনে করা হচ্ছে৷ অবশ্য এই অজুহাতে সমালোচনার হাত থেকে ছাড় পায়নি মন্ত্রক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement