Advertisement
Advertisement

গরিবের পাশে থাকুন, বিজেপি নেতাদের বার্তা মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল শক্তি: জাতীয়তাবাদী আবেগ তাঁর দলের ইউএসপি৷ তিনি নিজে সে কথা জাননে৷ তবে উগ্র জাতীয়তাবাদ যে আখেরে তাঁর দল ও সরকারকে বিপদেই ফেলছে, তাও জানেন বিলক্ষণ৷ আর তাই এবার জাতীয়বাদী পুঁজির পাশাপাশি, নেতাদের গরিবের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন নরেন্দ্র মোদি৷আরও পড়ুন:সন্দীপের আমলে এমবিবিএসের বাছাই পর্বে দুর্নীতি! দাবি সিবিআই রিপোর্টঅনশন মঞ্চ থেকে উধাও জুনিয়র ডাক্তারের […]

 Create image of the party and government in the hearts of the poor, PM says to BJP leaders
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 10:02 am
  • Updated:August 24, 2016 10:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল শক্তি: জাতীয়তাবাদী আবেগ তাঁর দলের ইউএসপি৷ তিনি নিজে সে কথা জাননে৷ তবে উগ্র জাতীয়তাবাদ যে আখেরে তাঁর দল ও সরকারকে বিপদেই ফেলছে, তাও জানেন বিলক্ষণ৷ আর তাই এবার জাতীয়বাদী পুঁজির পাশাপাশি, নেতাদের গরিবের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন নরেন্দ্র মোদি৷

বিজেপির প্রায় ৪০০ নেতার সামনে মঙ্গলবার তাঁর বার্তা তুলে ধরেন মোদি৷ একসময় উন্নয়নের প্রতিশ্রুতি ও জাতীয়তাবাদের যুগলবন্দি গেরুয়াশিবিরে সমর্থনের ঝড় বয়ে এনেছিল৷ দিয়েছিল একক সংখ্যা গরিষ্ঠতা৷ কিন্তু এখন যে তা অনেকটাই ফিকে তা বুঝতে অসুবিধা হয়নি মোদির৷ উপরন্তু তাঁর নিজের রাজ্য গুজরাতেই দলিত নিগ্রহের ঘটনায় পরোক্ষে জড়িয়েছে তাঁর দলের নাম৷ দিকে স্বঘোষিত গো-রক্ষকদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে, এমনকী হুঁশিয়ারিতেও কাজ হচ্ছে না৷ এই পরিস্থিতিতেই শক্তি বাড়িয়ে দ্রুত উত্থান ঘটছে আঞ্চলিক শক্তিগুলির৷ ধর্মনিরপেক্ষ তৃতীয় ফ্রন্টের ভিত ক্রমশ পোক্ত হচ্ছে৷ আর তাই আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দলের স্ট্র্যাটেজি বদলে নিতে দ্বিধা করেননি মোদি৷ নেতাদের ফোকাস তাই গরিব মানুষদের প্রতি ঘুরিয়ে দিতেই বার্তা রাখলেন তিনি৷  “দরিদ্রদের মধ্যে দল ও সরকারের ভাবমূর্তি তুলে ধরুন৷ ভোটে জেতা রাজনৈতিক দল হিসেবেই নয়, সামাজিক চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রকাশ ঘটান,” নেতাদের উদ্দেশে বার্তা মোদির৷ স্পষ্টতই তাঁর সরকারকে জনমুখী করে তোলার লক্ষ্যে নেমেছেন তিনি৷ আর সেক্ষেত্রে দলীয় কর্মীদেরও গরিবদের পাশে দাঁড়ানো একান্ত জরুরি৷ এদিন সেই সংস্কারের বার্তাই রেখে গেলেন মোদি৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement