Advertisement
Advertisement

এবার গবাদি পশুর গলাতেও ঝুলবে পরিচয়পত্র

গবাদি পশুর গলাতেই আই কার্ড ঝোলানোর উদ্যোগ নিল দেশের পশুপালন দফতর৷

cow-cattle-to-get-own-aadhaar-cards
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2016 7:33 pm
  • Updated:July 4, 2016 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোন গরু কোন প্রজাতির? কে কতটা দুধ দিতে পারে? গরু ও গবাদি পশু সম্পর্কে এরকমই জরুরি তথ্য জানতে আর হাতড়াতে হবে না৷ কেননা এবার গরুর গলাতেই আই কার্ড ঝোলানোর উদ্যোগ নিল দেশের পশুপালন দফতর৷

২০২০ সালের মধ্যে দেশে দুধের উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ সে কারণেই বিভিন্ন প্রজাতির গরু আলাদা করে চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে৷ তারই বিশেষ উদ্যোগ হিসেবে গরু বা গবাদি প্রাণীদের জন্য আধার কার্ডের মতোই পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দুধ দেয় এরকম প্রায় ৮৫ মিলিয়ন গরু আছে দেশে৷ নানা প্রজাতির গরুর গড় দুধ দেওয়ার ক্ষমতাও আলাদা৷ এর মধ্যে আছে সংকর প্রজাতির গরুও৷ ঠিক কোন গরুকে কীভাবে পালন করলে দুগ্ধ উপাদনের লক্ষ্যমাত্রা ছোঁয়া যাবে তা স্থির করতেই আলাদা করে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ আর এ কারণেই তৈরি হচ্ছে বিশেষ পরিচয়পত্র৷ গরুদের বংশবিস্তারের ক্ষেত্রেও সহায়ক হবে এটি৷ পশুপালন দফতরের সম্পাদক দেবেন্দ্র চৌধুরী এ খবর দিয়ে জানিয়েছেন, ‘দফতরের মধ্যে এ নিয়ে পর্যাপ্ত আলাপ-আলোচনা হয়েছে৷ শিগগিরই বিষয়টি নিয়ে মন্ত্রকের নির্দেশিকা জারি হবে৷’

Advertisement

রাজ্য সরকারের সহায়তাতেই গবাদি পশুর জন্য পরিচয়পত্র তৈরির কাজ সম্পন্ন হবে৷ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশেই গবাদি পশুর সংখ্যা সবথেকে বেশি৷ এ দুটি রাজ্য তো বটেই এছাড়াও আরও বিভিন্ন রাজ্য জুড়ে শুরু হবে এই কর্মকাণ্ড৷ দুধ উৎপাদন তো বটেই এছাড়া বিভিন্ন রাজ্য জুড়ে গবাদি পশু সংরক্ষণের ক্ষেত্রেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ হরিয়ানায় ইতিমধ্যেই এই আইন বলবৎ করা হয়েছে৷ তবে তার আগেই দেশের গবাদি পশুর জন্য তৈরি হয়ে যাবে আইডেন্টিটি কার্ড ও হেল্থ কার্ড৷ তবে বর্তমানে ১০ লক্ষ গবাদি পশুর পরিচয়পত্র তৈরির কাজ শুরু হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement