সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণের চেয়েও সেলফির মূল্য বেশি! রিলের বিষয়েও একই কথা বলা যায়। বিখ্যাত হওয়ার বাসনায়, সহজ উপায় অর্থের সংস্থান করতে গিয়ে হামেশাই বিপদে পড়ছে মানুষ। গোটা দেশেই এক অবস্থা। এবারের ঘটনাটি উত্তরপ্রদেশের।
যোগীরাজ্যে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের।নিহত হয়েছেন স্বামী, স্ত্রী এবং তাঁদের তিন বছরের ছেলের। লখিমপুর খেরি জেলার উমারিয়া গ্রামের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। শোকের ছায়া নেমেছে পরিবারটির গ্রামে।
খেরি শহর থানার পুলিশকর্তা অজিত কুমার জানিয়েছেন, বুধবার ভোরে উমারিয়া গ্রামে রেললাইনে ওই দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে মহম্মদ আহমেদ (২৬), নাজনিন (২৪) এবং তাঁদের ৩ বছরের ছেলে আবদুল্লার। পরিবারটি সীতাপুর জেলার শেখ টোলার বাসিন্দা। এদিন রিল বানানোর জন্যই রেলওয়ে ট্র্যাকে গেছিলেন তাঁরা। মুহূর্তের ভুলে ট্রেনে ধাক্কা খায় ৩ জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.