Advertisement
Advertisement

সেনা বিদ্রোহের মূল চক্রীরা ভারতে, সতর্ক করল তুরস্ক

তুরস্কের কায়দায় ভারতেও সেনা বিদ্রোহের ছক?

Coup 'mastermind' Gulen's organisation has 'infiltrated' India: Turkey
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 21, 2016 3:31 pm
  • Updated:August 21, 2016 3:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্কে সেনা অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ‘ফেতুল্লা গুলেন টেররিস্ট অর্গানাইজেশন’ বা ‘এফইটিও’-এর সদস্যরা ভারতে অনুপ্রবেশ করেছে বলে দাবি করল তুরস্কের সরকারি সংবাদমাধ্যম৷ তুরস্কের বিদেশমন্ত্রকও ওই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে৷ তুরস্কের কায়দায় এ দেশের সেনাবাহিনীর অন্দরেও বিদ্রোহের ভাবনা জাগিয়ে তুলতে পারে জঙ্গিরা, সতর্ক করল তুরস্কের বিদেশমন্ত্রক৷

তুরস্কে সেনা বিদ্রোহ ব্যর্থ হলেও দমে যায়নি জঙ্গিরা৷ ফেতুল্লা গুলেন জঙ্গি সংগঠনের সদস্যরা গোটা বিশ্বেই তাদের ক্রিমিনাল নেটওয়ার্ক ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে৷ জঙ্গিদের পরবর্তী টার্গেট হতে পারে ভারত, সতর্ক করেছে তুরস্ক৷ সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মেভলুত কাভুসগলু জানিয়েছেন, ভারতে নানা বিদেশি সংগঠনের আড়ালে এফইটিও-র সদস্যরা অনুপ্রবেশ করেছে৷ এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর হয় না!

Advertisement

কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে এক বৈঠকের পর সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তুরস্কের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই সুষমা স্বরাজকে তিনি এ বিষয়ে সতর্ক করেছেন৷ ভারত ছাড়াও অন্যান্য যে যে দেশে জঙ্গিরা গোপনে প্রবেশ করেছে, তাদেরও সতর্ক করা হয়েছে তুরস্ক প্রশাসনের পক্ষ থেকে৷ কোনও রাষ্ট্রই যেন ওই জঙ্গিদের প্রশ্রয় না দেয়, আবেদন করেছেন মেভলুত কাভুসগলু৷

এমনিতে তুরস্কের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ দৃঢ়৷ দুই দেশই একসঙ্গে জঙ্গি মোকাবিলা করার শপথ নিয়েছে৷ দুই দেশই একে অপরের জঙ্গি সংগঠনগুলি সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট আদানপ্রদান করার সিদ্ধান্ত নিয়েছে৷ গত ১৫ জুলাই এফইটিও-র নেতৃত্বে সেনার একাংশ নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে৷ পরে অবশ্য সরকারপন্থী সেনার চাপে পিছু হঠতে হয় বিদ্রোহীরা৷ প্রেসিডেন্ট এরদোয়ানের এক সময়ের ঘনিষ্ঠ ফেতুল্লা গুলেন মার্কিন যুক্তরাষ্ট্রে লুকিয়ে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ তোলা হয় তুরস্কের তরফে৷ কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ানের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ ইস্তানবুল ও আঙ্কারার রাস্তায় নেমে বিদ্রোহকে ব্যর্থ করেন৷ বিদ্রোহীরা যে বিমানবন্দরে ঘাঁটি গেড়েছিল, সেখানেও জনতা ঘেরাও বিমানবন্দরকে দখলমুক্ত করে৷ সে সময় ভারত কূটনৈতিকভাবে তুরস্কের নির্বাচিত সরকারের পাশে দাঁড়ানোয় এদিন তুরস্কের প্রতিনিধি দল সুষমা স্বরাজকে ধন্যবাদ জানায়৷ তুরস্কে সেনা অভ্যুত্থানে প্রায় ২৪০ জন নাগরিক প্রাণ হারান, আহত হন ১৫০০ জনেরও বেশি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement