Advertisement
Advertisement

প্রতিবাদী যুবককে মার কাউন্সিলরের

অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর...

counselor beat a man in sonarpur

ছবিটি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 5:35 pm
  • Updated:August 3, 2016 5:35 pm  

স্টাফ রিপোর্টার: ফের তোলাবাজির অভিযোগে নাম জড়াল এক তৃণমূল কাউন্সিলরের৷ শুধু তোলাবাজি নয়৷ তোলাবাজির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ৷ অভিযুক্ত রাজপুর-সোনারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়৷

অভিযোগ, বিষ্ণুপদ হালদার নামে এক ব্যক্তি এলাকায় তোলাবাজির প্রতিবাদ করায় ওই কাউন্সিলরের অনুগামীরা তাঁকে বেধড়ক মারধর করে৷ লোহার রড, বাঁশ দিয়ে মারা হয়৷ এরপর আক্রান্ত ব্যক্তি সোনারপুর থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ৷ অভিযোগ, শুধু বিষ্ণুপদবাবুর উপর হামলা হয়েছে তেমনটা নয়৷ মঙ্গলবার রাতে যখন তাঁর বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়, সেই সময় পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়৷ তাঁদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন এক প্রতিবেশীও৷ শহরে একের পর এক প্রতিবাদীর উপর হামলার ঘটনা ঘটছে৷ এবার সেই হামলার ঘটনায় অভিযুক্ত হল শাসক দলের কাউন্সিলরই৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এদিকে ওই অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement