স্টাফ রিপোর্টার: মানস ভুইয়াঁর আগাম জামিনের আবেদন খারিজ৷ খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ নির্বাচনের সময় সবংয়ে তৃণমূল কর্মী জয়দেব জানা খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন মানস ভুইয়াঁ৷ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই মামলায়৷
গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করেই এই আবেদন খারিজ করা হয়েছে বলে জানায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছিল৷ মানস ভুইয়াঁর ভাইয়েরও আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে৷ কারণ হিসাবে জানানো হয়, এক্ষেত্রে মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ বিধানসভা ভোট চলাকালীন গত ১২ এপ্রিল তৃণমূল কংগ্রেস কর্মী জয়দেব জানাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে জোটপ্রার্থী মানস ভুঁইয়ার বিরুদ্ধে৷ সবংয়ের বিধায়ক ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে পুলিশে এফআইআর করেছিল নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবার৷ সেই মামলার জেরেই মেদিনীপুর আদালত মানসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.