Advertisement
Advertisement

হিলারির অ্যাকাউন্ট হ্যাকের পিছনে রাশিয়া!

প্রকাশ্যে আসা ই-মেলে অস্বস্তিতে ডেমোক্র্যাটিক পার্টি৷

Computer systems used by Hillary’s campaign were hacked
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2016 3:13 pm
  • Updated:July 30, 2016 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার হামলার শিকার হলেন ডেমোক্র্যাটদের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন৷ তাঁর প্রচারের জন্য ব্যবহৃত ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) সার্ভার হ্যাক করা হয়েছে বলে অভিযোগ তুলল ডেমোক্র্যাটরা৷ রাশিয়া থেকে এই হ্যাক করা হয়েছে বলে সন্দেহ হিলারি ঘনিষ্ঠদের৷

হিলারির প্রেসিডেন্ট পদের প্রচারের দায়িত্বে থাকা নিক মেরিল বলেছেন, “সার্ভারটি নিয়ন্ত্রণ করত ডিএনসি৷ ক্লিন্তু বাইরে থেকে কোনও সাইবার দুনিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ হিলারির প্রচারের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে৷” এর ফলে বেশ কিছু গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ সর্বসমক্ষে প্রকাশিত হয়ে পড়েছে বেশ কিছু ই-মেল৷ যার জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে হিলারির ডেমোক্র্যাটিক পার্টিকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement