Advertisement
Advertisement

সড়ক নিরাপত্তায় বাংলাকে মডেল করার স্বপ্ন মুখ্যমন্ত্রীর

সবুজসাথী, কন্যাশ্রী প্রকল্পের মতোই এই প্রকল্পেও বাংলাকে মডেল করে তুলতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

CM wants to Bengal as Model in safe drive safe life plan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 3:30 pm
  • Updated:July 29, 2019 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ শুধু একটা কর্মসূচি নয়, একটা আন্দোলন৷ সবুজসাথী, কন্যাশ্রী প্রকল্পের মতোই এই প্রকল্পেও বাংলাকে মডেল করে তুলতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার নজরুল মঞ্চে তাঁর এই স্বপ্নের কথাই জানালেন তিনি৷

ক্রমাগত বাড়তে থাকা পথ দুর্ঘটনা মাথাব্যথার কারণ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই৷ তবে পশ্চিমবঙ্গই নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে এ ব্যাপারে৷ ট্রাফিক আইন লঙ্ঘনের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটার উল্লেখ করে মুখ্যমন্ত্রীর প্রস্তাব, ট্রাফিক আইনে বদল আনতে হবে৷ সড়ক নিরাপত্তার বিষয়টি সংসদে তোলা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ মোটর ভেহিকল আইন কেন্দ্র তৈরি করে৷ তবে রাজ্যগুলিরও নিজস্ব সমস্যা সমাধানে এই ক্ষমতা থাকা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷ বস্তুত রাজ্যের  বিভিন্ন বিষয়ে কেন্দ্রের খবরদারি থেকে মুক্ত হয়ে রাজ্যের নিজস্ব স্বাধীনতার বিষয়ে সওয়াল করেন তিনি৷ এদিনের মন্তব্যেও থাকল সে ইঙ্গিত৷ সেস প্রয়োগ করে কেন্দ্রের টাকা কেটে নিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে এদিন মুখ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনওরকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না৷

Advertisement

তবে সাধারণ মানুষকেও এ ব্যাপারে সচেতন করেন তিনি৷ তাঁর মতে, অসচেতনতার কারণেই দুর্ঘটনা ঘটে৷ রাতের ফ্লাইওভারে রীতিমতো বাইক রেস চলে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ওভারলোডিং ও বেপরোয়া ড্রাইভিংয়ের মতো অরাজকতা এ রাজ্যে বরদাস্ত করা হবে না৷ ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’- কর্মসূচিকে জনপ্রিয় করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি৷ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি করে সিসিটিভি বসানোর কথা ঘোষণা করেন৷

কলকাতার পাশাপাশি জেলা বা ব্লক স্তরেও এই কর্মসূচি রূপায়ণ করা হবে৷ যে ব্লকে সবথেকে কম দুর্ঘটনা ঘটবে সেই ব্লককে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এছাড়া কলকাতার পুজো কমিটিগুলিকেও ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ কর্মসূচিকে পুজোর থিম করার অনুরোধ জানান তিনি৷ সোশ্যাল মিডিয়াতে এই কর্মসূচি জনপ্রিয় করে তোলার পাশাপাশি স্থানীয় ক্লাব ও লোকশিল্পীরাও সড়ক নিরাপত্তার বিষয়টি প্রচার করবে বলে জানান তিনি৷ সবুজসাথী, কন্যাশ্রীর ক্ষেত্রে বাংলা যদি মডেল হয়ে উঠতে পারে, তাহলে এই কর্মসূচিতেই বা নয় কেন- মুখ্যমন্ত্রীর এ প্রশ্নই জানান দিচ্ছে সড়ক নিরাপত্তায় বাংলাকে সেরা করে তুলতে কতটা বদ্ধপরিকর তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement