Advertisement
Advertisement

Breaking News

জমি ফেরাতে ফের সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর আশা, আগামী ১৫-২০ দিনের মধ্যেই জমি হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে৷

CM Mamata Says 80% land in Singur have been made ready for farming
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 4:39 pm
  • Updated:October 17, 2016 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরই সিঙ্গুরে জমি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল৷ যত তাড়াতাড়ি সম্ভব কৃষকদের হাতে জমি তুলে দিতে বদ্ধপরিকর ছিলেন মুখ্যমন্ত্রী৷ সিঙ্গুর দিবস পালন করে কৃষকদের হাতে পাট্টা-পরচা আগেই তুলে দিয়েছিলেন৷ এবার জমি হস্তান্তর করতে বৃহস্পতিবার ফের সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাম আমলে প্রস্তাবিত ন্যানো করাখানার জন্য যে প্রায় ১০০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল, তা কৃষকের স্বার্থবিরুদ্ধ বলেই রায় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷ মমতা সরকার তো বটেই গোটা দেশের জমি আন্দোলনের ক্ষেত্রেও এই রায় ছিল গুরুত্বপূর্ণ৷ সুপ্রিম রায়ের পরই তড়িঘড়ি জমি ফেরানোর কাজ শুরু হয়েছিল৷ তবে চ্যালেঞ্জ ছিল, জমিকে পুনরায় চাষযোগ্য করে ফেরত দেওয়ায়৷ কৃষকদের সুবিধার্থে প্রশাসনকে এ কাজ শেষ করতে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেইমতো কাজ এগিয়েছে দ্রুত৷ মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, সিঙ্গুরে ৮০ শতাংশ জমিই চাষযোগ্য করে তোলা সম্ভব হয়েছে৷ ৩৬ একর জমির ক্ষেত্রে এখনও কিছু সমস্যা থেকে গিয়েছে৷ কংক্রিট ভেঙে তা চাষযোগ্য করে তুলতে এখনও বেশ কিছুটা কাজ করতে হবে৷ সেই জমি বাদ দিয়েই বাকি জমির মালিকানা কৃষকদের হাতে তুলে দেওয়া হবে৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ২০ অক্টোবর থেকে শুরু হবে এই জমি ফেরতের প্রক্রিয়া৷ তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন৷ মুখ্যমন্ত্রীর আশা, আগামী ১৫-২০ দিনের মধ্যেই জমি হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement