Advertisement
Advertisement

তথ্য গোপনের দায়ে সিআইসি-র নোটিস ৬ পার্টি প্রধানকে

আগামী ২২ জুলাই কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ৷

CIC notice to Rajnath, Mayawati, Karat, Pawar, Sonia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 5:12 pm
  • Updated:July 17, 2016 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ কারাত, সোনিয়া গান্ধী, মায়াবতী, রাজনাথ সিং, -সহ ছয়টি জাতীয় দলের শীর্ষ পদাধিকারী ও নেতা-নেত্রীকে নোটিস পাঠাল সেন্ট্রাল ইনফরমেশন কমিশন(সিআইসি)৷ আরটিআই-এর উত্তর না দেওয়ার অভিযোগে ছয় জাতীয় দলের শীর্ষ নেতা-নেত্রীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করেন আর কে জৈন নাম এক ব্যক্তি৷ তাঁর অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে আরটিআই আইনের প্রয়োগে যথেষ্ট উদ্যোগী নন সিআইসি-র রেজিস্ট্রার৷

২০১৩ সালে সিআইসি ঘোষণা করে, বিজেপি, কংগ্রেস, বিএসপি, এনসিপি, সিপিএম-এর মতো জাতীয় দলগুলি আরটিআই আইনের আওতায় থাকবে৷ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে কোন রাজনৈতিক দল কত টাকা চাঁদা তোলে, অনুদান বাবদ আয় করে জানতে চেয়ে তথ্যের অধিকার আইনের আওতায় মামলা দায়ের করেন আর কে জৈন৷ কিন্তু কোনও উত্তর না পেয়ে তিনি সিআইসি-র দ্বারস্থ হন৷ আগামী ২২ জুলাই রাজনাথ সিং, মায়াবতী, সোনিয়া গান্ধী, প্রকাশ কারাত, শরদ পাওয়ার ও সুধাকর রেড্ডিকে কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement