Advertisement
Advertisement

Breaking News

সাংবাদিক বহিষ্কারে ভারতকেই দুষল চিন

চিনের হুমকি, ভারতকে ফল ভুগতে হবে!

Chinese media threatens India with 'serious consequences' for expelling its journalists
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2016 1:20 pm
  • Updated:July 25, 2016 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণে অভিযুক্ত চিন এবার ভারতের বিরুদ্ধে আঙুল তুলল৷ চিনের বক্তব্য, “ভারত সন্দেহপ্রবণ! চিনা সাংবাদিকদের বহিষ্কারের ফল ভুগতে হবে ভারতকে৷”

সোমবার চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেজিংয়ের বিরোধিতায় এনএসজি-তে প্রবেশ করতে না পারার প্রতিশোধ নিল ভারত৷ যদিও নয়াদিল্লি আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল, দুই দেশের সম্পর্কের সঙ্গে তিন সাংবাদিককে বরখাস্ত করার কোনও সম্পর্ক নেই৷ সাংবাদিক পরিচয়কে কাজে লাগিয়ে এক্তিয়ার বহির্ভূত কাজ করেছিলেন অভিযুক্ত তিন চিনা সাংবাদিক৷

Advertisement

গোপন সংস্থা মারফত তাঁদের উপর নজরদারি চালিয়ে দেখা যায়, পেশার বাইরেও নানারকম কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ এমনকী গত জানুয়ারিতে তাঁদের ভিসার মেয়াদ ফুরোলেও, তা নবীকরণ করা হয়নি৷ অথচ ভারতে থেকে কাজ করে যাচ্ছেন তাঁরা৷ সেই অভিযোগে তিন চিনা সাংবাদিককে নিজেদের দেশে ফেরত পাঠায় ভারত৷ চিন চাইলে তাঁদের পরিবর্তে অন্য সাংবাদিককে ভারতে নিয়োগ করতেই পারে, জানিয়ে দিয়েছে নয়াদিল্লি৷

নয়াদিল্লির যুক্তি মানতে অবশ্য নারাজ বেজিং! গ্লোবাল টাইমস রীতিমতো হুমকি দিয়েছে, “ভারতকে বুঝিয়ে দেওয়া হবে চিনে আসার ভিসা পাওয়া সহজ নয়৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement